ঘুমন্ত দৈত্য কবে জাগবে? মুখ ঢাকছেন মার্কেজ, কল্যাণের মুখোশ খুলছেন বাইচুং

0



ঘুমন্ত দৈত্য যেন আরও ঘুমিয়ে পড়ছে। ২০২৩ সালের জুলাইয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ছিল ৯৯ নম্বরে। এরপর ক্রমশ গ্রাফ নামতে শুরু করে। নামতে নামতে, হারতে হারতে ভারত পিছিয়ে চলে গেছে ১২৭ নম্বরে। এরপর শোনা যাচ্ছে ১৩৩ নম্বরে গিয়ে ঠেকবে। মানে, ৪৮ কেন, ফিফা যদি ১০০ দল নিয়েও বিশ্বকাপ আয়োজন করে, সেখানে ভারতের যোগ্যতা অর্জন করা স্বপ্নই থেকে যাবে। প্রায় দেড় বছর হয়ে গেল ভারতীয় দল জয়ের মুখ দেখে না।  বাঁচাবে কে? আইএসএল চালু করার সময় বলা হয়েছিল, গ্রাসরুট লেভেল থেকে উন্নতি করা হবে। ফল হচ্ছে, ৪১ ছুঁইছুঁই সুনীল ছেত্রী অবসর ভেঙে জাতীয় দলে খেলতে বাধ্য হচ্ছেন। কারণ, বিকল্প কোনও স্ট্রাইকার নেই।  শোনা যাচ্ছে, হংকংয়ের বিরুদ্ধে হারের পরই মানালো মার্কেজ ভারতীয় কোচ পদ থেকে সরে দাঁড়াবেন। এই ঘোষণা যদিও ঘনিষ্টমহলে অনেকদিনই করেছেন। একদিকে ক্লাব অন্যদিকে দেশ, দুটোর তাল মেলাতে পারছেন না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখনও অফিসিয়ালি কিছু না জানালেও তারা মার্কেজের ইচ্ছা মেনে নিচ্ছেন। তিনি থাকুন আর না থাকুন, ভারতীয় ফুটবলে সত্যিই কিছু যায় আসে না। কারণ, ভারতীয় ফুটবল যে তিমিরে ছিল, তার থেকেও তলানিতে পৌঁছেছে।আশা করা হয়েছিল, আইএসএল এবং সুপার কাপের পর অনেকটা হাতে সময় নিয়েই দলকে তৈরি করতে পেরেছিলেন ম্যানোলো মার্কেজ। তাই তিনি হয়ত এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচে দলের থেকে ভালো ফুটবল বের করে নিতে পারবেন। কিন্তু কোথায় কি? নিজেদের দেশের মাটিতে ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধেও জিততে পারেনি, হংকংয়ের বিরুদ্ধে হার।অথচ দুই দেশই ভারতীয় ফুটবলের থেকে পিছিয়েই ছিল। হংকংয়ের বিরুদ্ধে তাতাতে দলের জন্য ৪৩ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করে দিয়েছিলেন এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু জয় নয়, হারতেই হয়েছে দলকে। ভারতীয় ফুটবল আইকন বাইচুম ভুটিয়া এমন অধঃপতনে সরাসরি অবশ্য কল্যাণ চৌবেকেই দায়ী করেছেন।একইসঙ্গে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের পদত্যাগ দাবি করেছেন বাইচুং।  তিনি বলেন, ‘শুনতে পাচ্ছি ফুটবলাররা নাকি দীর্ঘদিন ধরে দৈনিক ভাতার ২৫০০ টাকাও পায়নি।আচমকাই ৪৩ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে দিল। এই টাকাটা তাহলে কোথা থেকে এল? যদি জিতত, তাহলে আগামী ম্যাচগুলোতেই এই বোনাসের কথা ঘোষণা করা হত?’ পাশাপাশি তিনি বলেন, আসলে ফেডারেশনে কোনও সিস্টেম নেই, পরিকল্পনা নেই। আচমকা সিদ্ধান্ত নেয়। যার কোনও ব্যাখ্যা নেই। রতীয় ফুটবলের স্বার্থে পদত্যাগ করুক কল্যাণ চৌবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *