‘অলবিদা বন্ধু!’ টানা ৬ বছর পর ‘ইন্ডিয়ান আইডল’কে বিদায় বিশাল দদলানির, কেন এমন সিদ্ধান্ত?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সদ্যই শেষ হয়েছে ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৫তম সিজন। পর পর ছয়টি সিজন, বিচারকের আসনে দেখা মিলেছে সুরকার বিশাল দদলানির। তবে এটাই ছিল তাঁর শেষ বছর। চিরচেনা মঞ্চকে এ বার বিদায় জানানোর পালা। সমাজমাধ্যমে বিশাল লিখলেন, ‘অলবিদা বন্ধু’। কিন্তু কেন ছোটপর্দার এই জনপ্রিয় শো থেকে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি?
শোয়ের অন্য দুই বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশার সঙ্গে বরাবরই গল্প আড্ডায় মেতেছেন বিশাল। দর্শক থেকে প্রতিযোগী, সকলের কাছেই বেশ মজাদার তাঁদের রসায়ন। সমাজমাধ্যমে তাঁদের সঙ্গেই একটি ভিডিয়ো পোস্ট করে বিশাল লেখেন, ‘অলবিদা বন্ধুরা। বিগত ছয়টি সিজনে যা মজা করেছি, তা আজীবন মনে থাকবে। তার চেয়েও বেশি মনে পড়বে শ্রেয়া,বাদশা,আদি,আরাধনা, চিত্রা, আনন্দজি,সোনাল, প্রতিভা, সাহিল সহ শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে। সীমাহীন ভালবাসা পেয়েছি আমি। সবার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আশা করব এই অনুষ্ঠানও আমাকে ততটাই মনে রাখবে, যতটা আমি মনে করব।’
কিন্তু কেন সরে যাচ্ছেন বিশাল? তিনি লেখেন, ‘আমি আবার আমার নিজের কাজে ফিরে যেতে চাই। একটি রিয়্যালিটি শোয়ের জন্য ছয় মাস করে মুম্বইতে আটকে থাকতে পারব না। এ বার নতুন মিউজিক বানাতে হবে। কনসার্টে মন দিতে হবে। এ বার আর মেকআপ করতে হবে না!’