‘ট্রফির আশা করিনি, চেয়েছিলাম ফাইনাল পর্যন্ত থাকতে’, কেমন ছিল ‘ইন্ডিয়ান আইডল’ মানসীর যাত্রা?
আডিশন এক্সক্লুসিভ: বাংলার প্রথম ‘ইন্ডিয়ান আইডল’! মুম্বই থেকে এই শিরোপা ছিনিয়ে নিয়ে এসেছেন নিমতার পাইকপাড়ার মানসী ঘোষ। তাঁর সুরের জাদুতে সকলকে মুগ্ধ করে সাম্প্রতিকতম সিজনে জয়ী হয়েছেন তিনি। কেমন অনুভূতি মানসীর? কেমনই বা ছিল কলকাতা থেকে মুম্বইয়ের যাত্রাটা? তাঁর সঙ্গে আড্ডা জমাতে তাঁর বাড়ি পৌঁছে গিয়েছিল আডিশন। জেতার অনুভূতিটা কেমন ছিল? মানসীর কাছে যেন এর মিশ্র প্রতিক্রিয়া। তিনি বলেন, “আমি একেবারেই বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম। কী বলব এবং কী করব, বুঝে উঠতে পারছিলাম না। খুশি তো অবশ্যই ছিলাম। কিন্তু এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে আবেগটাও ঠিকমতো প্রকাশ করতে পারছিলাম না।’
কলকাতা থেকে মুম্বইয়ের যাত্রাটা আদৌ কি মসৃণ ছিল? মানসী বলেন, “যতদূর মনে পড়ে, আমি গত জুলাইতে গিয়েছিলাম কলকাতা অডিশন দিতে। কিন্তু প্রথম ধাপটাই ছিল বেশ কঠিন। সেখানেই আমার সঙ্গে পরিচয় হয় আনন্দ শর্মার। যিনি আমাদের মেন্টর ছিলেন। গানের মাধ্যমে তাঁর মন জয় করা খুব একটা সহজ কাজ ছিল না। যদিও আমি প্রথম পরীক্ষায় সফল হই। তৃতীয় ধাপে ছিল মুম্বই অডিশন। ততদিনে অনেককিছু মাথায় ঘুরছে। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অডিশন দিতে আসবে সকলে। সেখানে আমি কে! সর্বক্ষণ নিজেকে নিজেই সাহস জুগিয়ে চলেছিলাম। এই করতে করতে কখন যে ট্রফি চলে আসল বুঝতেই পারলাম না।”
দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায়ের পর নিজের স্বপ্নকে এত কাছ থেকে দেখে কী মনে হয়েছিল মানসীর? তাঁর সহজ উত্তর, “আমি মিথ্যে বলব না, কিন্তু আমি কখনই ভাবিনি আমাকে ট্রফি জিততেই হবে। শুধু চেয়েছিলাম যেন আমি ওই জাতীয় মঞ্চটায় যেতে পারি এবং গাইতে পারি। ট্রফি জেতা নয়, ফাইনাল পর্যন্ত টিকে থাকতে চেয়েছিলাম। আর তার জন্যেই এতটা পরিশ্রম।”