মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যুক্ত সইফও? কেন মামলার হাজিরা এড়িয়ে যাচ্ছেন নায়িকা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বেজায় ফাঁপরে অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। কোন মামলার হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি? না, সাম্প্রতিক কোনও ঘটনা নয়। বরং এটি ঘটেছিল প্রায় ১৩ বছর আগে। ২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। যে কারণে, মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মালাইকার বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছিল ১৩ বছর আগে? ২০১২ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনা। মুম্বইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার উপর হামলার চালিয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। তবে শুধু তিনিই নন, একই অভিযোগ ওঠে শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। শিল্পপতি ইকবারের অভিযোগ, তাঁর উপর অশোভনীয় আচারণ করেছিলেন সইফ আলি খান ও তাঁর দল।
কথা কাটাকাটির মাঝেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং তা পৌঁছে যায় হাতাহাতিতে। সইফের বিরুদ্ধে ওই এনআরআই শিল্পপতিকে ঘুষি মেরে তাঁর নাক ভেঙে দেওয়া এবং একইসঙ্গে ইকবাল শর্মার শ্বশুর রমনভাই প্যাটেলকে হেনস্থা করবার অভিযোগ উঠেছিল সেই সময়ে। সেই ঘটনায়ই প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মালাইকাকে যা তিনি এড়িয়ে গিয়েছেন। ঘটনার রাতে সইফ-সহ অন্যান্যদের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন মালাইকা। তবুও কেন হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি? উত্তর অধরা।