বিশ্বকাপে কখন মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? দেখে নিন, গ্রুপ অফ ডেথ
সবাই য়ের নজর ছিল ফিফা বিশ্বকাপ ড্র’এর ওপর। হাইভোল্টেজ লড়াই দেখার অপেক্ষায় থাকে গোটা বিশ্ব। চিরাচরিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে ফুটবলপ্রেমীরা। এ বারে আর্জেন্টিনা জে গ্রুপে, আর সি গ্রুপে পড়েছে ব্রাজিল। ফলে, গ্রুপের ম্যাচ হচ্ছে না। তবে দুই দলই যদি তাদের গ্রুপ পর্ব শীর্ষে থেকে শেষ করে এবং সব বাধা টপকাতে পারে তাহলে সেমিফাইনালে দেখা হতে পারে। আর দুই দলই যদি দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে তাহলেও শেষ চারে এই দ্বৈরথ হবে।কিন্তু একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, আরেক দল রানার্সআপ, তাহলে ফাইনালে হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।কোথায়, কখন গিয়ে মুখোমুখি হবে তা বিশ্বকাপের বল মাঠে না গড়ালে বলা মুশকিলই।
তবে তুলনামূলকভাবে আর্জেন্টিনা অনেকটাই সহজ গ্রুপে পড়েছে। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডনের মুখোমুখি হবে স্কালোনির দল। অন্যদিকে আন্সেলোত্তির দলকে মুখোমুখি হতে হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো, স্কটল্যান্ড ও হাইতিকে।
প্রথমবারের মতো এবার ৪৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এই দলগুলোকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে আছে চারটি করে দল।এ বার গ্রুপ অফ ডেথ সেই অর্থে কিছু নেই। তবু গ্রুপে দেখা যাবে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের তারকা আর্লিং হালান্ড আর সেনেগালের তারকা সাদিও মানের লড়াই। সেটাই সবচেয়ে কঠিনতম ম্যাচ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে নিয়ে গঠিত গ্রুপ ‘আই’ তেমনই একটি গ্রুপ। গ্রুপ ‘এল’-এ ক্রোয়েশিয়া এবং ঘানাকে হারাতে হবে ইংল্যান্ডকে।
গ্রুপ এ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
গ্রুপ কে পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
