পড়ুয়াদের গলায় ফাঁসির দড়ি! স্কুলের নাটকের ভয়াবহ কাণ্ড, শোরগোল দেশ জুড়ে
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ-গান, নাটক, শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি বৃদ্ধির জন্য স্কুলে নানারকম প্রকল্পের আয়োজন করা হয়। এমনই এক স্কুলে একটি নাটক মঞ্চায়ন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চারদিকে।
ভৌতিক নাটক উপস্থাপন করার জন্য মঞ্চে কল্পনাতীত ঘটনা ঘটিয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীরা। ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েকজন পড়ুয়া ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় অভিনয় করে চলেছেন। ফাঁসিতে ঝুলে মৃত্যুর মতো গুরুতর দৃশ্য দেখানো হয়েছে মঞ্চে।
আমরা এমন একটি ভাইরাল ভিডিওর কথা বলছি যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা আমরা যখন এটি সম্পর্কে লিখছি তখন ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে তিনটি ছোট ছেলে স্কুলের একটি নাটকের জন্য ফাঁসিতে ঝুলছে।
তিনজন ছাত্রকে কাঠের তৈরি ফাঁসিকাঠে দড়িতে বাঁধা হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, সকলেই বন্দিদের পোশাক পরে আছেন। এবং তাঁদের মাথা কালো কাপড় দিয়ে ঢাকা।
স্কুলের নাটকে এমন গুরুতর বিষয়কে মঞ্চায়ন করা নিয়ে আপত্তি তুলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এই শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। নেটিজেনদের ধারণা, এটি ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উপস্থাপিত নাটক।