জন্মদিনেই কি প্রেমে সিলমোহর হার্দিকের! রোমান্টিক ছবি পোস্ট ‘প্রেমিকা’র সঙ্গে!

0

স্পোর্টস ডেস্ক: জন্মদিনেই যেন সারপ্রাইজ প্যাক নিয়ে হাজির হার্দিক। ৩২-এই যেন নতুন ইনিংসের সূচনার কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভক্তদের জন্য পোস্ট করলেন হৃদয় জুড়িয়ে যাওয়া ছবিও! নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এর আনুষ্ঠানিকভাবে আরেক মহিলার সঙ্গে দেখা গেল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। তা নিয়েই জোর চর্চা নেটিজেনদের। চোটের জন্য আপাতত ভারতীয় দলের সঙ্গে নেই হার্দিক। খেলবেন না অস্ট্রেলিয়া সিরিজেও। তাই ছুটি কাটাতে দুবাই পৌঁছে গেছেন। সমাজ মাধ্যমে হার্দিকের প্রোফাইল স্টোরিতে দেখা গিয়েছে মডেল-অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে ব্যক্তিগতভাবে ছুটি কাটাচ্ছেন তিনি। এর আগে মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। তাতেই ২৪ বছর বয়সি মাহিকার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে মনে করছেন ভক্তরা। হার্দিকের জন্মদিনে মাহিকা নিজেও প্রেমিকের একটি ছবি নিজের স্টোরিতে পোস্ট করেছেন যেখানে ক্রিকেট তারকার মুখে গোলাপি রঙের বো টাই ইমোজি। দোসর কেক ও মোমবাতির ইমোজিও।

আরও একটি ছবি পোস্ট করেছেন যেখানে বাথটবে ছড়ানো গোলাপের পাপড়ি। একটা ছবিতে হার্দিক কালো শার্ট এবং শর্টসে আর মাহিকাকে দেখা যায় সাদা শার্টে। দুজনে সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন। যেখানে হার্দিক মাহিকার কাঁধে হাত দিয়ে জড়িয়ে রয়েছেন। আরেকটা ছবিতেও হাতে হাত ধরে একসঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। এর আগে হার্দিকের সঙ্গে অভিনেত্রী ঈশা গুপ্তার নামও জড়িয়েছিল। যদিও এক সাক্ষাৎকারে ঈশা স্পষ্ট করেছিলেন যে তাঁরা ডেট করছিলেন না। হার্দিকের প্রেমিকা মহিকা একজন প্রতিষ্ঠিত মডেল। ইকনমিকস ও ফিনান্সে ডিগ্রি অর্জনের পর মডেলিংয়ের দুনিয়ায় পা রাখেন। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে এসেছে বেশ কিছু সম্মানজনক পুরস্কার। সমাজমাধ্যমে ফলোয়ারের সংখ্যাও কম নয় তাঁর। একসময় হার্দিকের অনুরাগীরা নাতাশাকে সম্পর্ক ভাঙার জন্য দায়ী করেছিলেন অনুরাগীরা। তাদের অভিযোগ ছিল, নাতাশাই হার্দিকের সঙ্গে প্রতারণা করেছেন। তবে তা সময়ের সঙ্গে সঙ্গে ধারণা পাল্টাচ্ছে অনেক ভক্তেরই।মাহিকার সঙ্গে হার্দিকের ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই নাতাশা তার দৈনন্দিন জীবনের একগুচ্ছ ছবি পোস্ট করেন। তিনি কোনো ক্যাপশন ব্যবহার করেননি, শুধু একটি সাদা হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি জনপ্রিয় গান ‘হ্যানা মন্টানা’-এর ‘অর্ডিনারি গার্ল’ গানটি জুড়ে দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *