বুড়ো সিংহ! মাহির ফিনিশারের কি দিন শেষ? মাঠে বাবা-মা আসতেই জল্পনা জোরদার অবসরের

0

তবে কি দিন ফুরোল ফিনিশার ধোনির? তিনি যেন বৃদ্ধসিংহ!  সত্যি ‘বুড়ো’ হয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক! দিল্লির বিরুদ্ধে সুযোগ পেয়েছেন ২৬ বল। তাতেও ম্যাচ জেতার ধারেকাছে নিয়ে যেতে পারেননি দলকে। হারের ব্যবধানটাই কমিয়েছেন। ঘরের মাঠে ১ চার ও ছক্কায় ৩০ রান করে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ক্রিজে থাকলেই আশা জিইয়ে থাকে, সে বিশ্বাস যেন হারাচ্ছেন চেন্নাইয়ে মাহি ভক্তরা।এখন আর আগের মতো ম্যাচ ছোট করে এনে দলকে জেতাতেও পারেন না তিনি। ধোনি সাত নম্বরে ব্যাট যখন নেমেছিলেন, তখনও ৯ ওভারের বেশি খেলা বাকি ছিল। জেতার জন্য দরকার ছিল প্রায় ১০৭ রান। বিজয় শঙ্করের সঙ্গে জুটি বাঁধার পরও চেনা ধোনিকে পাওয়া যায়নি। ম্যাচ নাগালের বাইরে চলে যাচ্ছে জেনেও হাত খোলেননি। বরং ছিলেন শান্ত। কোনও হেলিকপ্টার শটও দেখা গেল না তাঁর ব্যাট থেকে।


শনিবার ভারতীয় ক্রিকেট মহলে হঠাৎই ধোনির অবসরের জল্পনা জোরদার হয়ে ওঠে। কারণ, এদিন দুপুরে চিপকে প্রথমবার আইপিএল-এর কোনও ম্যাচ দেখতে হাজির হন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তির বাবা পান সিং ধোনি এবং মা দেবকী দেবী । ম্যাচ দেখতে হাজির হন ধোনির বাবা-মা। তাঁদের সঙ্গে ছিল নাতনি জিভা। ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনিও ম্যাচ দেখতে গিয়েছিলেন। ধোনির পরিবারকে গ্যালারিতে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন চিপকের দর্শকরা। সেইসঙ্গেআচমকা এদিন মাঠে ধোনির বাবা-মা আসায় জল্পনা ছড়ায়, মাহি হয়তো শনিবারের পর টুর্নামেন্টের মাঝেই অবসর ঘোষণা করবেন। তবে তেমন কিছুই হয়নি এখনও। সিএসকে-র সমাজ মাধ্যমে ধোনির বাবা-মায়ের ছবি শেয়ার করা হয়েছে। ধোনি অবসর না নিলেও হারের হ্যাটট্রিকে বেশ বিরক্ত থালা ভক্তরা। অনেকেই মনে করছেন, এবার সত্যি অবসর নেওয়ার সময় হয়ে গেছে চেন্নাইয়ের প্রিয় ‘থালা’র। ধোনি অবশ্য নিরুত্তরই থেকেছেন। ভক্তদের জন্যই খেলা চালিয়ে যাচ্ছেন এম এস ধোনি। কতদিন টানবেন, সেটাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *