‘গর্ভের সন্তান নড়াচড়া করছে, দ্রুত স্পর্শ করে যাও’, দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ, কেমন কাটছে ইলিয়ানার দিন?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দ্বিতীয় বার মাতৃত্বে স্বাদ দারুণভাবেই উপভোগ করছেন ইলিয়ানা ডিক্রুজ। প্রথম থেকেই মা হওয়ার অভিজ্ঞতার নানা মুহূর্তের কথা সমাজমাধ্যমে ভাগ করেছেন অভিনেত্রী। প্রথম বার তাঁর মা হওয়ার খবর নিয়ে যদিও কম বিতর্ক হয়নি। তবে সে সবে কান দেয় কে! স্বামী মাইকেল ডোলানের সঙ্গে এ বার দ্বিতীয় সদস্যকে স্বাগত জানানোর পালা।
এই মুহূর্তে অন্তঃসত্ত্বা অবস্থার বিভিন্ন অভিজ্ঞতা সমাজাধ্যমে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। সাধারণত গর্ভবতী মহিলারা কী কী পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, সেটিকেই মজার ছলে ভাগ করেছেন ইলিয়ানা। এক অন্তঃসত্ত্বা মহিলার ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে ভাগ করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, সেই মহিলা গর্ভের সন্তানের নড়াচড়া অনুভব করতে পারছেন। যার কারণে চাইছেন তাঁর স্বামী তাঁর স্ফীতোদর স্পর্শ করুন। কিন্তু মজার বিষয় হল, যখনই সে তাঁর স্ত্রীর স্ফীতোদর স্পর্শ করছেন, তখনই স্থির হয়ে যাচ্ছে সেই একরত্তি।
ভিডিয়োটি ভাগ করে নিয়ে ইলিয়ানা লেখেন, ‘আমার সৌভাগ্যবান স্বামী দ্বিতীয় বার এই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। তবে সন্তান তার মর্জির মালিক।’ অর্থাৎ, গর্ভস্থ সন্তান কখন কী করে, তা আগে থেকে অনুমান করা যায় না। সেই বিষয়টিকেই মজার ছলে ফুটিয়ে তুলেছেন তিনি।