মুক্তির ৩০ বছর! স্মরণে ‘ডিডিএলজে’, লন্ডনে লেস্টার স্কয়ারে মূর্তি নির্মাণ হবে শাহরুখ-কাজলের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ১৯৫৫ সালের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। চলতি বছরে প্রায় ৩০ বছরে পা দিল এই ছবি। এমন এক আইকনিক ছবি, তার বর্ষপূর্তির উদযাপন হবে না, তা কীভাবে হয়! তবে তা ঠিক এমনভাবে, এ যেন কল্পনাও করতে পারেননি অনুরাগীরা। মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনের লেস্টার স্কোয়ারে একটি ব্রোঞ্জ মূর্তি দিয়ে সম্মানিত করা হবে শাহরুখ-কাজলকে। এটি প্রথম ভারতীয় সিনেমা, যা এমন স্বীকৃতি পেতে চলেছে।
শাহরুখ এবং কাজলকে ঘিরে ওই ব্রোঞ্জের মূর্তিটি তৈরি হবে এই ছবির আইকনিক ভঙ্গিতেই। জানা গিয়েছে, এই বছরের শেষের দিকে মূর্তির উন্মোচন করা হবে। এই মূর্তিটি প্রথম উন্মোচিত হবে ‘সিনেস ইন দ্যা স্কোয়ার’ ট্রেলারে এবং স্থাপন করা হবে ওডিয়ন সিনেমার বাইরে পূর্ব দিকের বারান্দায়। বিদেশের মাটিতে সত্যিই যেন রাজ-সিমরণের রাজত্ব।
এখানেই শেষ নয়, আগামী ২৯ মে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার ওপর ভিত্তি করে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে যার নাম দেওয়া হয়েছে ‘কাম ফল ইন লাভ-দ্য ডিডিএলজে মিউজিক্যাল।’ খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই খুশিতে আত্মহারা অনুরাগীরা। আপ্লুত যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানিও। তিনি বলেন, “সারা বিশ্বের মানুষের মন জয় করেছিল এই সিনেমাটি। ‘সিনস ইন দ্যা স্কোয়ার’ – এ প্রথম ভারতীয় ছবি হিসেবে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা সত্যিই গর্বিত।”