বলিউডের হি-ম্যান হাসপাতালে, মন ভাল নেই ভক্তদের, কী হল ধর্মেন্দ্রর?
আর মাস খানেক পরেই ৯০-এর মাইলস্টোন ছোঁবেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। তার আগেই উদ্বিগ্ন অনুরাগীরা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি যে বলিউড অভিনেতা! গত ৪-৫ দিন ধরেই ভর্তি। অভিনেতার হাসপাতালে ভর্তির খবরে স্বাভাবিকভাবেই চিন্তায় ভক্তেরা।
বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। পারিবারিক সূত্রে খবর, নিয়মিত চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। এই মুহূর্তে ভালো আছেন তিনি। ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ৮ ডিসেম্বর এই তারকা ৯০ বছরে পা দেবেন।

চলতি বছরেই চোখের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এপ্রিলে অভিনেতা কর্নিয়া প্রতিস্থাপন (আই গ্রাফট সার্জারি) করেছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় এক ভিডিওতে বলেছিলেন, ‘আমি একদম শক্ত আছি। ধর্মেন্দ্র এখনো অনেক দম রাখে! আমার চোখে আই গ্রাফট হয়েছে, কিন্তু আমি ঠিক আছি’। পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে নিয়মিতভাবে তাঁকে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। সেকারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্মেন্দ্রকে। ধর্মেন্দ্রর টিমের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে বয়সজনিত কারণে প্রতি বছরই ট্রিটমেন্ট চলে ধর্মেন্দ্রর। এ বারও নিয়মিত চেকআপের কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পাশাপাশি এও বলা হয়েছে, ‘শোলে’ অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার পিছনে তেমন গুরুতর কোনও বিষয় নেই।
ধর্মেন্দ্রকে শেষ দেখা গিয়েছিল ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়ায়’। পরবর্তীতে শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’-এ অগস্ত্য নন্দা এবং সিমার ভাটিয়ার সঙ্গেও দেখা যাবে অভিনেতাকে। যার ট্রেলারও মুক্তি পেয়েছে সদ্য।
অক্টোবর মাস ভাল যায়নি বলিউড ইন্ডাস্ট্রির। প্রয়াত হন আসরানি, পঙ্কজ ধীর, সতীশ শাহ’র মতো তারকা। তারকাদের প্রয়াণে এখন কিছুটা হলেও তটস্থ সবাই। এইসময়েই ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি খবর আসে। যা নিয়ে চিন্তায় ভক্তরা।
