ফের চুরির অভিযোগে গ্রেফতার একসময়ের অভিনেত্রী, উদ্ধার হল সোনার গয়না
 

0

একসময় অভিনয় করেই জীবন চালাতেন। আর এখন? একসময়ের অভিনেত্রী রূপা দত্ত গ্রেফতার হলেন হাত সাফাইয়ের কারণেই। ওই যে কথায় আছে, স্বভাব যায় না ম’লে। একবার নয়, এর আগেও তাঁর বিরুদ্ধে উঠেছিল কেপমারির অভিযোগ। বৃহস্পতিবার রাতে কলকাতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্তকে(  ৪২) ফের গ্রেফতার করল গোয়েন্দা শাখা। পোস্তা থানার আদি বাঁশতলা লেনে ১৫ অক্টোবর এক মহিলার ব্যাগ থেকে চুরি হওয়া সোনার গয়না ও নগদ টাকা সংক্রান্ত ঘটনায় তদন্তে নামে পুলিশ।  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই অভিনেত্রী রূপার নাম জড়ায়। জিজ্ঞাসাবাদ চালিয়ে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছে থেকে আটক করা হয় বৃহস্পতিবার রাতে। এরপর তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়না।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী মহিলার ব্যাগ থেকে ওইদিন প্রায় ২০ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম ওজনের একটি সোনার চেন, দু’টি সোনার বালা এবং নগদ ৪ হাজার টাকা চুরি যায়। ঘটনার পরিদর্শনে তদন্তকারী দল সিসিটিভি খতিয়ে দেখে অভিনেত্রী রূপা দত্তকে জিজ্ঞাসাবাদ করে; তল্লাশি করে তাঁর বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।

এই রূপা দত্ত, ‘জয় মা বৈষ্ণোদেবী’ নামের হিন্দি ধারাবাহিক এবং কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেছেন। ২০২০ সালে তিনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অশালীন বার্তা পাঠানোর অভিযোগে সরব হন। পরে অবশ্য জানা যায়, যে ব্যক্তি তাঁর সঙ্গে বার্তা বিনিময় করছিলেন, তিনি প্রকৃত অনুরাগ কাশ্যপ নন। এবার রূপা পুলিশকে জেরায় জানিয়ে দেন, আর ছবি বা টিভি মিডিয়াতে কাজ পাচ্ছিলেন না। সংসার চালাতে বাধ্য হয়েই এই অপরাধ লাইনে নামতে হয়েছে।রূপা দত্তকে ২০২২ সালে কলকাতা বইমেলায়ও গ্রেফতার করা হয়েছিল। সেদিন তাঁকে একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলতে দেখে সন্দেহ হয় পুলিশকর্মীর। জিজ্ঞাসাবাদে তিনি সঠিক উত্তর দিতে না পারায় তাঁর ব্যাগ তল্লাশি করে ৭৫,০০০ টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার হয়।
শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের আদেশ দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed