একাধিক নজিরই আকর্ষণীয় করে তুলছে দুই দলের লড়াই, জেনে নিন কোন দল এগিয়ে
স্পোর্টস ডেস্ক: শনিবারের আইএসএল কাপ যুদ্ধে কোন দল শেষ হাসি হাসবে তা ম্যাচের শেষেই বোঝা যাবে। পরিসংখ্যান অবশ্য বলছে, আইএসএল ইতিহাসের অন্যতম ম্যাচ হতে চলেছে এটা। একনজরে দেখে নেওয়া যাক পরিসংখ্যান কী বলছে-
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে দুই সেমিফাইনালেই গোল করার সঙ্গে সঙ্গে টানা চারটি প্লে অফ ম্যাচে গোল করে ফেলেছেন জেসন কামিন্স। শনিবার ফাইনালেও গোল করতে পারলে টানা পাঁচটি প্লে অফ ম্যাচে গোল করবেন তিনি। তাঁর আগে অবশ্য টানা সাতটি প্লে অফ ম্যাচে গোল করার নজির আছে রয় কৃষ্ণার এবং টানা পাঁচটি প্লে-অফে গোল করেছিলেন ডেভিড উইলিয়ামস।
মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি, আইএসএল ফাইনালে ওঠা দুই দলই চতুর্থবার এই লিগের ফাইনালে উঠেছে। আর কোনও দল এতবার করে ফাইনালে উঠতে পারেনি। মোহনবাগান আবার টানা তিনবার ফাইনাল খেলছে। যা আইএসএলের ইতিহাসে প্রথমবার করে দেখাল কোনও দল।
এবারের লিগে মোট ১৮টি ম্যাচে জিতেছে মোহনবাগান।যা এই লিগে এক রেকর্ড। একই মরসুমে এতগুলি জয় আর কোনও ক্লাব অর্জন করতে পারেনি। আবার ১৬টি ম্যাচে ক্লিন শিট রেখেছে।
আইএসএলের ইতিহাসে যে ১১ বার দেখা হয়েছে দুই দলের, তার মধ্যে সাতটিতে কোনও গোল করতে পারেনি বেঙ্গালুরু।মুম্বই ছাড়া আরও কোনও দলের বিরুদ্ধে এত ম্যাচে গোলহীন থাকেনি তারা।
চলতি আইএসএলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে যে জয় পায় সবুজ-মেরুন বাহিনী, সেটি এই লিগে যুবভারতীতে তাদের টানা ১৪ নম্বর অপরাজিত ম্যাচ, যার মধ্যে টানা ১৩টি জয় আছে। এও এক নজির। একই মাঠে কোনও দলের এতদিন ধরে টানা অপরাজিত থাকার নজির আইএসএলে আর নেই।
এক মরসুমে প্রতিপক্ষের বক্সের মধ্যে মোট ৬৩০ বার বল ছুঁয়েছেন সবুজ মেরুন ব্রিগেডের ফুটবলাররা, যা চলতি মরসুমে সর্বোচ্চ এবং বেঙ্গালুরু এফসি-র চেয়ে ১১৯টি বেশি।
মোহনবাগান স্প্যানিশ কোচ হোসে মোলিনা আইএসএলে এর আগে এটিকে-র কোচ ছিলেন। সব মিলিয়ে ৪৩টি ম্যাচে দল নামিয়েছেন তিনি। তার মধ্যে ২৩টিতে জিতেছে তাঁর দল। তাঁর সাফল্যের শতকরা হার ৫৩ শতাংশ।
এ মরসুমে বেঙ্গালুরু এফসি ৪৪টি গোল করেছে প্রতিপক্ষের বক্সে ঢুকে। বক্সের মধ্যে থেকে এত গোল আর কোনও দলই করতে পারেনি। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট ৪৫ট গোল করেছিল প্রতিপক্ষের বক্সে ঢুকে। ম্যাচের শেষ ১৫ মিনিটে (৭৬-৯০) সবচেয়ে বিপজ্জনক বেঙ্গালুরু এফসি। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ১৭টি গোল পেয়েছে তারা। যা এ মরসুমে সর্বোচ্চ।
আইএসএল প্লে অফে এখনও পর্যন্ত ১৮টি ম্যাচে মাঠে নেমেছে মনবীর সিং। তাঁর মতো প্লে-অফ অভিজ্ঞতা আর কোনও ফুটবলারের নেই। সুনীল ছেত্রী ও শুভাশিস বোস রয়েছেন তাঁর পরেই, খেলেছেন ১৭টি করে প্লে অফ ম্যাচ। চারটি ফাইনাল খেলেছেন মনবীর। আর কোনও ফুটবলার এতগুলি ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি।
আইএসএল ফাইনালে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন সুনীল ছেত্রী ও দিমিত্রিয়স পেট্রাতস। দু’জনেই দু’টি করে গোল করেছেন।ফাইনালে এই দু’জন মুখোমুখি হবেন।