প্রেক্ষাগৃহের বাইরে মুখোশধারী অক্ষয়! ‘রিপোর্টার’কে দেখেও চিনতে পারলেন কি দর্শক?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ধরুন আপনি ছবি দেখতে গিয়েছেন। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে দেখলেন সিনেমার নায়ক নিজেই বুম হাতে দাঁড়িয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য! কী করবেন? সম্প্রতি কিছুটা এমনই দৃশ্য ছিল বান্দ্রার একটি সিনেমাহলের সামনে। তবে ‘হাউসফুল ৫’ দেখে বেরিয়ে দর্শকরা কিন্তু অনায়সেই এড়িয়ে চলে গেলেন অক্ষয় কুমারকে। কেউ কেউ অবশ্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের সিনেমা দেখার অভিজ্ঞতা জানালেন। কেউ বললেন ছবিতে সবচেয়ে ভাল লেগেছে অক্ষয় কুমারকে। আবার কেউ এগিয়ে রাখলেন নানা পটেকরকে। তাও চিনতে পারলেন কি এই রিপোর্টারকে?
এ দিন, দারুণ ফন্দি এঁটেছিলেন অভিনেতা। দর্শকদের তাঁকে চিনতে না পারার কারণ হল, তাঁর চেহারা আড়াল করে রাখা এক মুখোশ। বুম হাতে ছাপোষা, সাদামাটা সাজেই হাজির হয়েছিলেন তিনি। ফলে অভিনেতার মুখোমুখি হলেও কেউ ঘুণাক্ষরে টের পাননি, মুখোশের আড়ালের মানুষটি স্বয়ং অক্ষয় কুমার!
ভিডিয়োটি পোস্ট করে অভিনেতা লেখেন, “ভাবলাম এই মুখোশটা পরে সকলের সাক্ষাৎকার নিই যাঁরা ‘হাউসফুল ৫’ দেখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসছেন। শেষের দিকে ধরা পড়ে যাচ্ছিলাম। তার আগেই পালিয়ে এসেছি। তবে দারুণ অভিজ্ঞতা হয়েছে।”
অনেকে মজা করে কমেন্ট বক্সে লিখেছেন, ‘একমাত্র অক্ষয় স্যারই এমনটা করতে পারেন।’ আবার কেউ কেউ লেখেন, ‘যাঁরা ওই সময় ছিলেন, পরে আফসোস করবেন ভিডিয়োটা দেখে’, অনেকেই প্রশংসা করেছেন অভিনেতার। তাঁদের মতে, ‘ভিডিয়োটিতে কোনও কারসাজি নেই। একদম নিরপেক্ষ রিভিউ’।
তা হলে এ বার থেকে হলের বাইরে কোনও মুখোশধারী যদি আপনার সামনে মাইক নিয়ে দাঁড়ায়, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হতেই পারে মুখোশের আড়ালে রয়েছেন স্বয়ং পর্দার অভিনেতাই।