বয়স তো কেবল সংখ্যা! ৯০ বছর বয়সে বলিউডে অভিষেক আমিরের মায়ের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স যে কেবলই একটি সংখ্যা, এর প্রমাণ আগেই করেছেন বলিউডের তাবড় তাবড় শিল্পীরা। তাই বলে ৯০ বছর বয়সে সিনেমায় অভিষেক! এমন উদাহরণ প্রায় বিরলই বলা চলে। তিনি আমির খানের মা। ৯০ বছর বয়সে এসেই বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। আমির নিজেই জানিয়েছেন, ‘সিতারে জমিন পর’ ছবির হাত ধরে অভিষেক হবে নবতিপর জিনাত খানের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির বলেন, “সাধারণত মা কখনও কোনও ছবির শুটিংয়ে যেতে চাননি। কিন্তু এক গানের শুটিংয়ের দিন মা ফোন করে বললেন কোথায় শুটিং হচ্ছে? আমাকেও নিয়ে যেতে হবে আজ। আমি বললাম এসো। গাড়ি পাঠিয়ে দিলাম। বোনও এল মাকে নিয়ে। মা হুইলচেয়ারে বসে। ওটা ছিল একটা বিয়ের গানের দৃশ্য। আমাদের শুটিং দেখে খুবই খুশি হয়েছিলেন।”

কিন্তু কী ভাবে তিনি হয়ে উঠলেন এই ছবির অংশ? পরে সেই বিষয়টিও খোলসা করলেন অভিনেতা। তিনি বলেন, ছবির পরিচালক আর এস প্রসন্ন তাঁর কাছে এসে অনুরোধ করেন তাঁর মাকে একটি শট দেওয়ার জন্য রাজি করাতে। যদিও প্রথমে একেবারেই তা মানতে চাননি আমির। ভেবেছিলেন তাঁর মা হয় তো রাজি হবেন না। এমনকি পরিচালককে সপাটে জবাব দিয়েছিলেন, “তুমি পাগল নাকি? ছবিতে কাজ করার কথা বলার সাহস নেই আমার। মা খুব জেদি। কোনও কথাই শুনতে চান না। তোমার সময় নষ্ট কোরো না।”

যদিও অবাক করা বিষয় হল, আমির বলা মাত্রই অতিথির ভূমিকায় অভিনয় করার জন্য রাজি হয়ে যান তাঁর মা। তিনি বলেন, “আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওই গানের মধ্যে হয় তো একটি বা দু’টি দৃশ্যে আমার মা রয়েছেন। ওটাই আমার একমাত্র ছবি, যার অংশ হয়েছেন আমার মা।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *