‘কখনও পুরুষদের কাছে আসতে দিইনি’, সদাহাস্য জ্যামি লিভারকে কুরে কুরে খায় শৈশবের স্মৃতি!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পর্দায় যার কৌতুক এবং মিমিক্রির ভঙ্গিতে হাসির রোল ওঠে অনুরাগীদের মধ্যে। সেই সদাহাস্য জ্যামি লিভারকে আজও কুরে কুরে খায় তাঁর শৈববের হেনস্থার স্মৃতি। এক সময় নিজের গায়ের বর্ণ এবং শারীরিক গঠনের জন্য কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। উপরন্তু মাত্র ১০-১২ বছর বয়সে একাধিকবার হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই কিছু ঘটনার কথা বর্ণনা করেন কৌতুকশিল্পী। স্কুলজীবনের এক ঘটনা, তাঁর গাড়িচালক তাঁকে স্কুল থেকে নিয়ে গাড়িতে বসিয়ে তাঁর ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। জ্যামি বলেন, “আমি আমার বন্ধু গাড়িতে একা। পেছনের আসনে বসে গল্প করছি। এমন সময় একজন আমাদের গাড়ির পেছনে দাঁড়ায় এবং হস্তমৈথুন করতে থাকে। প্রথমবার আমি কোনও পুরুষের যৌনাঙ্গ দেখি। খুবই বিব্রতবোধ করছিলাম। তখন আমার বয়স ১০ অথবা ১২ বছর। খুব ভয় পাচ্ছিলাম যদি ওই ব্যক্তি গাড়িতেও ঢুকে পড়ে!”
পরবর্তীতেও স্কুল বাসচালকের হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। তিনি বলেন, “আমাদের স্কুলের এক বাসচালক খুব বাজে ভাবে স্পর্শ করত। এক এক সময় মনে হত, এটা একটা দুঃস্বপ্ন। এর পর থেকে আমি আর কোনও পুরুষকে আমার কাছে আসতে দিইনি। জীবনে একবারই সম্পর্কে জড়িয়েছিলাম।”
শৈশব থেকেই এই তিক্ত স্মৃতি নিজের মধ্যে লালন করে চলেছেন জ্যামি। এমনকি তিনি জানান, কোনওদিনই এই ঘটনাগুলির কথা নিজের বাবা জনি লিভার বা মা সুজাতাকে বলেননি।