‘প্রতিবাদ করাতেই কি বাদ পড়লাম? বাকিরা কেন নয়?’ ধারাবাহিক থেকে ‘বিতাড়িত’ স্যান্ডির পাল্টা প্রশ্ন

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঠাকুরপুকুর-কাণ্ডের মাশুল গুনছেন অনেকেই। ইতিমধ্যেই ধারাবাহিক থেকে বাদ পড়েছেন মূল অভিযুক্ত ভিক্টো দাস। তাঁর গাড়িতে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক জনের। আহত আরও। এই মুহূর্তে ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস পুলিশি হেফাজতে। খবর, ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে আর পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন না তিনি। তার পরিবর্তে ধারাবাহিক পরিচালনা করবেন রূপক দে। একই অবস্থা অভিনেত্রী ঋতুপর্ণা সেনের ক্ষেত্রেও। তবে তাঁর জায়গা কোন নায়িকা নিচ্ছেন, তা এখনও অজানা। একই ভাবে সম্ভবত চাকরি হারাতে চলেছেন ধারাবাহিকের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুও।

তবে দুর্ঘটনার সময়ে ওই গাড়িতে উপস্থিত ছিলেন না দু’জন। স্যান্ডি সাহা এবং আরিয়ান ভৌমিক। এমনটাই দাবি তাঁদের। কিন্তু এর ঘটনার ফল ভোগ করতে হল স্যান্ডিকেও। কোনও চরিত্র-বদল নয়। ওই ধারাবাহিক থেকে সম্পূর্ণভাবে বাদ পড়েছে তাঁর চরিত্রটিই। আর এই বিষয়টিকে ঘিরেই অসন্তোষ প্রকাশ করলেন জনপ্রিয় ইউটিউবার। আডিশনের তরফ থেকে স্যান্ডির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন চ্যানেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত একেবারেই অনৈতিক।

তিনি বলেন, “যে কারণেই আমাকে বাদ দেওয়া হোক না কেন, আমার খুব অনৈতিক মনে হয়েছে বিষয়টা। আমি এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নই। গাড়িতেও ছিলাম না এবং প্রত্যক্ষদর্শীও নই আমি। যদিও একসঙ্গে পার্টি করাটাই কারণ হয়, তা হলে সেই রাতে আমাদের সঙ্গে আরও ১০০ জন লোক ছিলেন ক্লাবে। সেই হিসেবে প্রত্যেক জনেরই কাজ চলে যাওয়া উচিত।”

চরিত্র বাদ দেওয়ার কারণ নিয়ে স্যান্ডির কী মতামত, তা জানতে চাইলে তিনি বলেন, “আমার পরিবার বারণ করেছিল আমাকে এই বিষয়ে কোনও মতামত বা সাক্ষাৎকার না দিতে। কিন্তু আমি বিষয়টিকে এড়িয়ে না গিয়ে প্রতিবাদ করেছি। সেই কারণেই আমার মনে হচ্ছে এর নেতিবাচক একটা প্রভাব পড়েছে।”

তিনি আরও বলেন, “অভিনয়টা তো আমার উপার্জনের প্রাথমিক রাস্তা নয়। আমি একজন কনটেন্ট ক্রিয়েটর। কাজেই আর্থিক দিক থেকে আমার ক্ষতি না হলেও আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু কোনও অভিনেতা, যাঁর প্রাথমিক উপার্জনটাই হয় ধারাবাহিক থেকে, সেই উপার্জনে সংসার চলে, তাঁর জন্য এমন কাজ কাড়ার সিদ্ধান্ত নেওয়াটা অন্যায়।”

প্রসঙ্গত, এর আগে আডিশনকে স্যান্ডি জানিয়েছিলেন, সেই রাতে তিনি এবং আরিয়ান অন্য গাড়িতে ছিলেন। স্যান্ডির ধারাবাহিক থেকে বাদ পড়ার খবর প্রকাশ্যে আসলেও আরিয়ানকে ঘিরে এমন কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি। তাহলে কি প্রতিবাদ করা কিংবা সর্বসমক্ষে মন্তব্য পেশ করার কারণকেই দুষছেন নেটপ্রভাবী? স্যান্ডি বলেন, “আমরা যদি যুক্ত থাকি, তা হলে তো আরও একজন হিরো, আরিয়ানকেও বাদ দিতে হত। সে তো বাদ পড়েনি। আমার মনে হয়, আমাকে বাদ দেওয়া হয়েছে কারণ আমি মুখ খুলেছি ঘটনাটা নিয়ে। বাকিরা চুপ।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *