‘ভালবাসি তোমায় সিরাজ…’ প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
এন্টারটেইনমেন্ট ডেস্ক: রবিবারের সকালটাই শুরু হল দুঃসংবাদের সঙ্গে। নিজের অত্যন্ত প্রিয়জনকে হারালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শোকবিহবল অবস্থায় নিজেই সেই খবর ভাগ করে নিলেন বিধায়ক তথা অভিনেত্রী।
বরাবরই পশুপ্রেমী সায়ন্তিকা। বাড়িতে ছুটে বেড়াত তাঁর প্রিয় সারমেয় বন্ধুটি। সেই প্রিয় পোষ্য সিরাজকেই হারালেন তিনি। চারপেয়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘রবিবার সকাল ৭টায় সিরাজ চলে গেল। সঙ্গে নিয়ে গেল আমার গোটা হৃদয়টাকেই।’

এর আগে বহুবারই নিজের পোষ্যদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন সায়ন্তিকা। এ বারেও তার অন্যথা হল না। সিরাজের সঙ্গে একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত ফিরে দেখলেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘জীবনটা তোমায় ছাড়া আর একরকম থাকবে না। ভালবাসি তোমায় সিরাজ।’

সায়ন্তিকার এই পোস্টে সমবেদনা জানিয়েছেন অনেকেই। সেই তালিকাতে রয়েছেন মিমি চক্রবর্তীও। অভিনেত্রী নিজেও পোষ্যপ্রেমী। তাই এই মুহূর্তে বন্ধুর কষ্টটা বুঝতে অসুবিধা হচ্ছে না তাঁর। মিমি লেখেন, ‘রেইনবো ব্রিজের ওপারে আমাদের দেখা হবে।’