ঠাকুরপুকুর-কাণ্ডের জের, হল পরিচালক বদল! ঋ-এর পরিবর্তে কোন অভিনেত্রী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঠাকুরপুকুর দুর্ঘটনায় যেন নড়ে বসেছে টলিউড। অভিযুক্ত সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো এই মুহূর্তে পুলিশি হেফাজতে। ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’য় পরিচালকের আসনে ছিলেন তিনি। মর্মান্তিক এই ঘটনার জেরে ওলটপালট সবটাই। খবর, ওই ধারাবাহিকে আর পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন না ভিক্টো। তার পরিবর্তে ধারাবাহিক পরিচালনা করবেন রূপক দে।
তবে শুধু পরিচালকই নন। রদবদল চরিত্রগুলির ক্ষেত্রেও। বদলে যাচ্ছেন ধারাবাহিকের আরও এক অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ঋ। দুর্ঘটনার দিনে অভিযুক্ত ভিক্টো এবং ধারাবাহিকের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুর সঙ্গে একই গাড়িতে ছিলেন তিনিও। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আডিশনকে জানিয়েছিলেন, দুর্ঘটনা ঘটার পর সেই ভিড় থেকে নাকি বের করে আনা হয়েছিল তাঁকে। অভিনেত্রী নিজেকে নির্দোষ দাবি করলেও তাঁর কথায় একেবারেই সন্তুষ্ট নন ইন্ডাস্ট্রির অনেকেই। ঘাতক না হলেও ঘাতকের সঙ্গে ছিলেন, ইন্ডাস্ট্রির একাংশের মতে, এটাও অপরাধের থেকে কম কিছু নয়। বিতর্কের জেরে ধারাবাহিক থেকে জায়গা হারাচ্ছেন তিনিও। তবে তাঁর পরিবর্তে কোন অভিনেত্রী আসবেন, তা এখনও অজানা। একই ভাবে সম্ভবত চাকরি হারাতে চলেছেন ধারাবাহিকের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুও। একই অবস্থা স্যান্ডি সাহার ক্ষেত্রেও। কোনও চরিত্রবদল নয়, ওই ধারাবাহিক থেকে সম্পূর্ণভাবে বাদই দিয়ে দেওয়া হয়েছে স্যান্ডির চরিত্রটিকে।
গত কয়েকদিন ধরে সমাজমাধ্যম উত্তাল ঠাকুরপুকুরের ঘটনাকে কেন্দ্র করে। গত রবিবার সকালে ঠাকুরপুকুর এলাকার ব্যস্ত বাজারে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হন ছ’জন। হাসপাতালে মৃত্যু হয় একজনের। মত্ত অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন টলিপাড়ার ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। একই গাড়িতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ) এবং সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। এই ঘটনার পর থেকেই ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেই উঠছে নিন্দার রব। ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কিঞ্জল নন্দ, সুদীপ্তা চক্রবর্তী-সহ একাধিক তারকাই।