‘মনে হত নিজেকে শেষ করে দিই’, জীবনের কোন অধ্যায়ের কথা জানালেন সায়ক চক্রবর্তী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: নেটমাধ্যমের বেশ জনপ্রিয় মুখ। সমাজমাধ্যমের হাত ধরে তিনি এখন লক্ষ লক্ষ নেটাগরিকদের প্রতিদিনের সঙ্গী। তবে একজন ‘ভ্লগার’-এর আগেও তিনি একজন অভিনেতা। টেলিভিশন জগতেরও বেশ পরিচিত নাম সায়ক চক্রবর্তী।
যদিও অনুরাগীদের ভালবাসা যেমন আছে, তেমনই ধেয়ে এসেছে কটাক্ষও। সায়ক জানান, সমালোচকদের মতে, ধারাবাহিকে সুযোগ না পাওয়ার কারণেই নাকি ভ্লগিং করেন তিনি। এ বার তাদেরকেই উপযুক্ত জবাব দিলেন ইউটিউবার তথা অভিনেতা সায়ক।

এই মুহূর্তে ‘জি বাংলা’র ধারাবাহিক ‘তুই আমার হিরো’তে অভিনয় করছেন সায়ক। সমাজমাধ্যমে সমালোচকদের উদ্দেশ্য করে তিনি লেখেন, “কারা যেনো কমেন্ট করতে? ‘সিরিয়াল পায় না তাই ভ্লগ করে! কে নেবে ওকে সিরিয়ালে?’ তারা সব কই? দেখছো তো ‘জি বাংলা’তে ‘তুই আমার হিরো’? ৬ টায় হয়। দেখ রোজ কেমন? আর নিজেকে জিজ্ঞেস কোরো যে তুমি কতটা নিচে নেমে গেছ যে এই সব কমেন্ট নির্ধিধায় করতে পার।’
যদিও এর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি সায়ককে। অভিনেতা নিজেই লিখেছেন, ‘একটা সময় মনে হত নিজেকে শেষ করে দিই’। তিনি লেখেন, ‘রোজ তোমাদের নেতিবাচক কমেন্টগুলো দেখতাম আর ভাবতাম আমি সত্যিই হয় তো কাজ পাবনা। তোমাদের করা কমেন্টগুলো রাতে শুয়ে পড়তে পড়তে এমনও আমার মনে হয়েছে যে শেষ করে দিই নিজেকে! কারণ আমার যে কাজ নেই। সারাদিন বাড়িতে অবসাদে ডুবে থাকতাম। কাউকে বুঝতে দিতাম না ভেতরে কী চলছে আমার। ভাবো তো যদি সেদিন সত্যিই নিজেকে শেষ করে দিতাম। তাহলে এই দিনটা আসতো?’