রাস্তায় দাঁড়িয়ে বড়া পাও বিক্রি করছেন আমির, ‘জমিন’-এর এত কাছাকাছি!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ তিনি। দীর্ঘজীবনের ক্যারিয়ার। তবুও অনুরাগীদের মনে রাজ করে চলেছেন আমির খান। তাঁর ব্যক্তিগত জীবনও কম আলোচ্য বিষয় নয়! দুই স্ত্রী, তিন সন্তান। তবুও ৬০ বছর বয়সে এসেও প্রেম হাতছানিকে ফিরিয়ে দেননি অভিনেতা। ৬০ বছরের জন্মদিনে ঘোষণা করেছেন নতুন প্রেমের কথা। প্রেমিকার সঙ্গেই বর্তমানে একত্রবাস করেন আমির।
তবে নামজাদা ‘সিতারা’ হলেও ‘জমিন’-এর কাছাকাছিই যে তাঁর বাস। তা আরও এক বার প্রমাণ করলেন অভিনেতা। একেবারে রাস্তায় নেমে বড়া পাও বিক্রি করতে দেখা গেল আমিরকে। মুম্বইয়ের দাদার এলাকায় ঠেলায় করে বড়া পাও বিক্রি করলেন তিনি। সযত্নে ক্রেতাদের দিলেন। সঙ্গে কাঁচা লঙ্কা ফ্রি!
অভিনেতাকে দেখতে রাস্তায় বিপুল ভিড় জমে যায়। যদিও সেটাই স্বাভাবিক। ফোন বের করে এক মুহূর্তও ক্যামেরাবন্দি করতে ছাড়েননি স্থানীয়রা। যদিও তাতেও থেমে থাকেনি সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘খালি হাতে কেন বিক্রি করছেন তিনি?’