কলকাতায় অরেঞ্জ আর্মিরা, নাইটদের কথামতোই কি ঘূর্ণি পিচ ইডেনে

তিন ম্যাচের মধ্যে ২ ম্যাচে হার। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবার কতদূর যাবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। ৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইজার্স। হায়দরাবাদও একই অবস্থানে রয়েছে। গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গতবার তিনবারের দেখায় তিনবারই হারিয়েছিল কেকেআর। এবারও সেই ধারাবাহিকতা রাহানের নেতৃত্বে ধরে রাখতে পারে কিনা তাই দেখার। মঙ্গলবার ইডেনে জোর কদমেই অনুশীলন করেছে সানরাইজার্স হায়দরাবাদ।কলকাতা নাইট রাইডার্স মুম্বই থেকে মঙ্গলবার শহরে এসে পৌঁছেছে।ইডেনের পিচ কেমন হবে তা নিয়ে অবশ্য চর্চা তুঙ্গে। স্পিন পিচ চেয়েছিলেন অজিঙ্কা রাহানে, এমন খবরও প্রকাশ হয়েছিল। তাতে অবশ্য ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় পছন্দের পিচ করতে অস্বীকার করেন। যদিও এখন জানা যাচ্ছে, নাইটদের পছন্দমতোই ঘূর্ণি পিচই পেতে চলেছে কেকেআর। তাতে আবার বুমেরাং না হয়ে যায় সেই ভয়ই পাচ্ছেন নাইট ভক্তরা।
এদিকে স্বস্তির খবর নাইট ভক্তদের জন্য। কারণ, ইডেনে কেকেআর ম্যাচের টিকিটের বেশ খানিকটা কমেছে। ৮ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ নাইটদের যে ম্যাচ, তাতে কম মূল্যেই টিকিট কিনতে পারবেন ভক্তরা। তবে দামের হেরফের হয়নি সানরাইজার্স ম্যাচের। তবে ন্যূনতম মূল্যের টিকিটেরও কোনও হেরফের করা হয়নি। অর্থাৎ ৯০০ টাকা থেকেই শুরু হচ্ছে টিকিটের দামের। এর আগে তারপর ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০ ও ১৫ হাজার টাকার টিকিট ছিল। সেই টিকিটের নতুন মূল্য হল ১২০০, ১৫০০, ১৮০০ টাকা, ৬০০০ টাকা, ১০০০০ টাকা। এদিকে ইডেনে উদ্বোধনী ম্যাচেই ফেন্সিং টপকে পুলিশের চোখে ধুলো দিয়ে বিরাটের জন্য মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। ঋতুপর্ণ পাখিরা নামের ওই ভক্তকে এর পর গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তারজন্য হায়দরাবাদ ম্যাচে আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তাব্যবস্থা। আরও উঁচু করে দেওয়া হচ্ছে ফেন্সিং।