চোখে ব্যান্ডেজ, হাসপাতাল থেকে বেরিয়ে ৮৯-এর ধর্মেন্দ্র বললেন, ‘আমি এখনও শক্তপোক্ত!’
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ডান চোখে বাঁধা বড় ব্যান্ডেজ। হাসপাতালে এসে অস্ত্রোপচার করালেন ৮৯ বছরের ধর্মেন্দ্র। কিন্তু তাতেও কি থেমে থাকলেন তিনি? হাসপাতাল থেকে বেরিয়েই ছবিশিকারিদের বার্তা, ‘আমি এখনও শক্তপোক্ত’। কিন্তু হঠাৎ কী হল বর্ষীয়ান অভিনেতার?
ধর্মেন্দ্র নিজেই জানান, কিছুদিন ধরেই নাকি ডান চোখে দেখতে অসুবিধে হচ্ছিল তাঁর। পরীক্ষা করার পর জানা যায়, তাঁর কর্নিয়ায় ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন। এ দিন হাসপাতালে গিয়েছিলেন কর্নিয়া গ্রাফটিং-এর জন্যেই।
মঙ্গলবার যেন অন্য মেজাজেই ধরা দিলেন তিনি। মাথায় বড় কালো টুপি। পরনে ফুলছাপ শার্ট এবং কালো ট্রাউজার পরে হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন অভিনেতা। সেখানেই তাঁকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। স্বভাবসুলভ মেজাজেই তিনি বললেন, “আমি এখনও শক্তপোক্ত। এখনও ধর্মেন্দ্রর মধ্যে দম আছে। কিছু দিন ধরেই ডান চোখে দেখতে অসুবিধে হচ্ছিল। কর্নিয়া গ্রাফটিং হয়েছে আমার। কিন্তু আমার মধ্যে জোর ফুরিয়ে যায়নি।”
এ দিন ছবিশিকারিদের মাধ্যমে অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তাও দেন ধর্মেন্দ্র। ধন্যবাদ জানিয়ে বললেন, “আপনাদের ভালবাসায়, শুভেচ্ছায় এখনও বেঁচে আছি। তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার তরফ থেকেও আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।” সেইসঙ্গে তাঁদের আশ্বস্ত করেও বলেন, “চিন্তা করবেন না। ভাল আছি।”