দুই পেসারের দুই অবস্থা, চাপে মুম্বই, স্বস্তিতে লখনউ

0

কবে ফিরবেন বুমরাহ? অপেক্ষা বেড়েই চলেছে। এপ্রিলের শুরুতেও কোনও আশার বাণী পেল না মুম্বই ইন্ডিয়ান্স। উল্টে অশনি সংকেত বুমরাহকে নিয়ে। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকিই নিতে চায় না। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ৩-৪ ম্যাচে এই তারকা পেসারকে পাওয়া নিয়ে আশঙ্কার কথা বলা হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে তার চোট আরও গুরুতর। ফলে বুমরাহ’র মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েই গেল!বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করেই চলেছেন বুমরাহ। বিসিসিআইয়ের এক মুখপাত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বুমরাহ’র চোট ধারণার চেয়ে বেশি গুরুতর। মেডিক্যাল টিম নিশ্চিত হতে চায় যে, তার কোনো ধরনের চিড়ের শিকার হতে হয়নি। বুমরাহ নিজেও এই ব্যাপার সচেতন।’ ফলে চিকিৎসকরা পুরোপুরি ফিট হওয়ার বিষয়ে ছাড়পত্র দিলেই, বিসিসিআই ধীরে ধীরে তার ওয়ার্কলোড বাড়ানোর দিকে ভাবনাচিন্তা করবে। মনে করা হচ্ছে সব ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি সময়ে ফিরে আসতেও পারে বুমরাহ। বর্ডার গাভাসকর সিরিজে সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টেস্টেই চোট নিয়ে উঠে যেতে হয় বুমরাহকে। এরপর থেকেই তিনি মাঠের বাইরে আছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বুমরাহকে নিয়ে সাবধানে পা ফেলতে চাইছে। একই অবস্থা আর এক পেসার, বাংলার আকাশদীপেরও। তবে বুমরাহর চেয়ে তাঁর কন্ডিশন অনেকটাই ভাল। বর্ডার-গাভাসকর সিরিজে পিঠে চোট পেয়েছিলেন আকাশদীপ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তিনি শেষবার খেলেছিলেন। মনে করা হচ্ছে ১০ এপ্রিল ফিট হয়ে মাঠে ফিরতে পারেন আকাশদীপ। আকাশদীপও ভুগছেন পিঠের চোটে। ৮ কোটি টাকার বিনিময়ে আকাশদীপকে দলে নিয়েছে লখনউ। তিনি ফিরলে, কিছুটা হলেও শক্তি বাড়বে লখনউ দলের। ক্রিকেট সংক্রান্ত জনপ্রিয় এক ওয়েবসাইটেরখবর অনুযায়ী, লখনউয়ের চতুর্থ ম্যাচ থেকে আকাশদীপকে পাওয়া যাবে। সেন্টার অফ এক্সেলেন্সে বুমরাহর সঙ্গে রিহ্যাব করছেন আকাশদীপ। এখন চিন্তা মুম্বই দল কত তাড়াতাড়ি বুমরাহকে দলে পাবে। কারণ, এবারে মরিয়া লড়াইয়ের আশায় রয়েছে এই দল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *