বাবার ধাঁচেই ফতুয়া-ধুতি, ‘আলোকই কিনে দিয়েছে’, প্রেমিকার শাড়িও কি তথাগতের পছন্দের?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পর্দার ‘রাস’-এর সঙ্গেই যেন জড়িয়ে আছে এক ‘রাশ’ ভালবাসা। আর এই ভালবাসা ফিকে হচ্ছে না তথাগত মুখোপাধ্যায় এবং আলোকবর্ষা বসুর মধ্যে। তাই তো ছবির প্রচারেও বারবার জুটিতে ধরা দিচ্ছেন তাঁরা। গত ৬ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘রাস’। তার আগে প্রিমিয়ারের দিন ক্যামেরাবন্দি হলেন তথাগত-আলোকবর্ষা। নিজেদের ছবির প্রিমিয়ার বলে কথা, দু’জনে সেজেও এলেন একে অপরের পছন্দ মেনেই!

এ দিন সাদা-কালো শাড়িতে নজর কাড়লেন আলোকবর্ষা। অন্য দিকে তথাগতের পরনে সাদা ফতুয়া এবং ধুতি। অভিনেতা তথা পরিচালক জানান, এই সাজ তাঁর বাবার দ্বারাই অনুপ্রাণিত। তবে প্রিমিয়ারের আগে আলোকবর্ষা নিজেই গিয়েই কিনে এনেছেন এই পোশাক। তথাগত বলেন, “আমার ব্যস্ততার কারণে কিনতে যাওয়া হয়নি। তাই আলোক পছন্দ করে কিনেছে। মজার বিষয় হল, আমার বাবার প্রতিদিনের পোশাক বলতে এই ফতুয়া-ধুতিকেই দেখেছি। রাস ছবিটাও আমাদের বাবাদের ছোটবেলার কথাও তুলে ধরে। বাবাকে যে পোশাকে প্রতিনিয়ত দেখেছি। সেটাই আজকে আমি নিজেও পরে আছি।”

অন্য দিকে আলোকবর্ষা জানান, তাঁর শাড়িটিও পরিচালকেরই পছন্দের। তিনি বলেন, “যে ছবিটা আমরা বানিয়েছি, সেটা বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতিকে ঘিরে। আমার মা-বাবা, আমার সঙ্গী যে ধরনের জামাকাপড় পরতে পছন্দ করেন, সেই ছাপটাই রাখতে চেয়েছি আমাদের পোশাকে। আমার এই শাড়িটা তথা পছন্দ করে দিয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *