‘অপারেশন সিঁদুর’-এর অপমান! তারপরেও পাক নায়িকার সঙ্গে কাজ দিলজিতের?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর আমূল বদলেছে ভারত-পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক। ওই ঘটনার পর দেশে নিষিদ্ধ হয়েছেন ওই দেশের শিল্পীরাও। দিলজিৎ দোসঞ্জের ছবি ‘সর্দারজি ৩’-এ অভিনয় করার কথা ছিল পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের। কিন্তু পরে জানা যায়, পহেলগাঁও কাণ্ডের পর সেই ছবিও হাতছাড়া হয়েছে তাঁর। পরিবর্তে ভারতীয় কোনও অভিনেত্রীকে নিয়েই কাজ করতে চান নির্মাতারা।

কিন্তু এরই মাঝে নেটিজেনদের নজর আটকেছে দিলজিতের পোস্ট করা ছবিতে। ছবির শুটিং সেটের পর্দার পিছনের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছেন তিনি। সেই ছবিগুলি খুঁটিয়ে দেখতেই অনুরাগীদের অনুমান, ছবিতে তাঁরা পেয়েছেন হানিয়ার দেখা। অনেকের মনে হয়েছে গায়ক তথা অভিনেতার ভাগ করে নেওয়া প্রথম ছবিতে অভিনেত্রী নীরু বাজওয়ার পিছনে দাঁড়িয়ে রয়েছেন হানিয়া। পুরো মুখশ্রী বোঝা না গেলেও তাঁর দুটো চোখ ও ছোট করে কাটা চুলটুকুই যথেষ্ট অভিনেত্রীকে চিনিয়ে দেওয়ার জন্য।

অপর দিকে আর একটি ছবিতে দিলজিতের বাহুডোরে এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে। সেখানেও তিনি ঘুরিয়ে রেখেছেন নিজের মুখ। সেখানেও তাঁর অবয়ব ইঙ্গিত দিচ্ছে অভিনেত্রীরই। আর তাতেই নেটাগরিকদের প্রশ্ন, ‘এত কিছুর পরেও হানিয়া আমিরের সঙ্গে কাজ করবেন দিলজিৎ?’ যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি তিনি।