‘প্রতি বছরই আরও সুন্দর হয়ে ওঠো’, ‘প্রিয় বন্ধু’ অঙ্গনাকে জন্মদিনে বিশেষ বার্তা রোহনের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: টলিপাড়ার অন্দরমহলে তাঁদের প্রেমের চর্চার কিন্তু অন্ত নেই। রিল হোক বা রিয়েল লাইফ, তাঁদের প্রেমের সাক্ষী আদুরে ফ্রেমগুলিই। কথা হচ্ছে, রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়কে নিয়ে। এর আগে ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তবে, পর্দার প্রেম যে গড়িয়েছে বাস্তবেও, তা আর জানতে বাকি নেই কারও।

ক্যালেন্ডার বলছে, বুধবার, নায়িকার জন্মদিন। আর এই বিশেষ দিকে রোহনের তরফে কোনও বিশেষ বার্তা আসবে না, তা কীভাবে হয়! সমাজমাধ্যমে জ্বলজ্বল করছে তাঁদের নানা আদুরে ফ্রেমবন্দি মুহূর্ত। জন্মদিনে ‘প্রিয় বন্ধু’ অঙ্গনাকে শুভেচ্ছায় ভরালেন অভিনেতা।

এ দিন ইনস্টাগ্রামে একগুচ্ছ পোস্ট শেয়ার করেছেন রোহন। প্রথমেই অঙ্গনার একটি নিজস্বী। তার পরের পাতায় দু’জনের হাত ধরে হেঁটে যাওয়ার মুহূর্ত। তার পরের ভিডিয়োতে আবারও একফ্রেমে ধরা দিয়েছেন তাঁরা। সবশেষে একটি বিশেষ ছবি। যেখানে দুটি আঙুলের ছাপ। ধরে আছে একে অপরের হাত। পোস্টের নীচে লেখা, ‘জীবন যতই কঠিন হোক, অন্তত আমার একজন সুন্দরী বন্ধু তো রয়েছে।’

অঙ্গনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রোহন ক্যাপশনে লেখেন, ‘আরও একটা বছর কেটে গেল। প্রতি বছর আরও সুন্দর হয়ে ওঠো। তোমাকে ঘিরেই সময়। আমি আশা করব এইভাবেই আনন্দে কাটুক তোমার সময়। কারণ, এই ভালবাসাটা তোমার প্রাপ্য। শুভ জন্মদিন। এই বিশেষ দিনটা তোমার পছন্দের মানুষগুলোর সঙ্গেই কাটুক। তোমার আগামী বছর আরও আনন্দের সঙ্গে কাটুক, এটাই কামনা করি। অনেক ভালবাসা এবং আলিঙ্গন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *