মঙ্গলবার প্রীতি-শাহরুখ ডুয়েলই শুধু নয়, শ্রেয়সের বিরুদ্ধে আসল লড়াই কেকেআরের

আইএসএলে পাঁচ আর ছ’ নম্বরের লড়াই। সেই বীরজারা ডুয়েল। প্রীতির পঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স।তবে লড়াইটা যেন অন্য জায়গায়। পঞ্জাব কিংসের ক্যাপ্টেন এবার শ্রেয়স আইয়ার।গতবার তিনিই চ্যাম্পিয়ন করেছিলেন কেকেআরকে। এবার প্রতিপক্ষ ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন। ফলে, শ্রেয়স কেকেআরকে হারাতে পারেন কিনা তাই দেখার। তবে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আগে ভালই ধাক্কা খেয়েছে পঞ্জাব কিংস। আইপিএল থেকে প্রায় ছিটকে গেলেন শ্রেয়স আইয়ারের দলের অন্যতম প্রধান বোলার লকি ফার্গুসন। ফলে, কিছুটা হলেও স্বস্তিতে থাকছেন নাইট ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। চেন্নাই-র বিরুদ্ধে বড় ব্যবধানে জয় কেকেআর শিবিরকে বাড়তি অক্সিজেন দিয়েছে।এই ম্যাচে জিততে পারলে নিঃসন্দেহে পয়েন্ট তালিকা আরও উন্নতি ঘটবে কেকেআরের। এই ম্যাচে নাইটদের প্রথম একাদশে বদল হওয়ার সম্ভাবনা কম। রাজস্থান রয়্যালস ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত ওপেন করতে নেমে বড় রান করতে পারেননি ডি কক। উইনিং কম্বিনেশন ভাঙলে সেক্ষেত্রে গুরবাজকে সুযোগ দিয়েও দেখতে পারে কেকেআর। যদিও সেই সম্ভাবনা কমই। অজিঙ্কা রাহানের চিন্তার কারণ হতে পারে মাঠ। কারণ, মল্লানপুরের মাঠ অন্যান্য মাঠের তুলনায় ছোটই। ফলে, হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে বোলিংয়ে স্পিন শক্তি রাহানে কীভাবে কাজে লাগান তাই দেখার। পঞ্জাব ব্যাটাররা টিঁকে গেলে চাপে পড়তেই পারেন নারিন-বরুণরা অন্যদিকে ফার্গুসন ছিটকে যাওয়ায় সমস্যায় পড়তে পারে শ্রেয়সেরা। তাঁর যথাযথ বিকল্প নেই পঞ্জাব শিবিরে। পরিবর্ত হিসাবে আফগানিস্তানের আজমতুল্লা ওমরজাইকে খেলাতে পারেন শ্রেয়সেরা। কেকেআর ম্যাচের আগের দিন পঞ্জাব কিংস দলের সহকারী কোচ জেমস হোপ জানিয়ে দিয়েছেন, ফার্গুসনের চোট বেশ গুরুতর। অনির্দিষ্টকালের জন্য ছিটকে গিয়েছেন ফার্গুসন। প্রতিযোগিতার শেষ দিকে আবার ফিরতে পারেন কিন্তু সেটারও সম্ভাবনা কম। এর আগেও চোটের সমস্যাতে ভুগেছসিলেন, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ফার্গুসন।এই মরশুমে এখনও পর্যন্ত টানা দুটি ম্যাচ জিততে পারেনি কেকেআর। চেন্নাইয়ের পর দ্বিতীয় জয় আসে কিনা তাই দেখার।