ইডেনে পিচ নিয়ে চর্চা হলেও মাথাব্যথা নেই নাইটদের

ইডেনে সূর্য ডুববে কিনা, ইডেনে নাইটদের কামব্যাক হবে কিনা, ইডেন পরিপূর্ণ ভরবে কিনা এসব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে শুধুই পিচ। কালবৈশাখী আসুক আর না আসুক, নাইটদের পছন্দমতো ঘূর্ণি দেখা যাবে কিনা তা নিয়েই ধন্ধ। মাঠে দু’দলের অনুশীলনের মাঝেও বুধবার আলাদাভাবে নজর কাড়ল সুজন মুখোপাধ্যায়ের উপস্থিতি। তিনি অবশ্য ম্যাচের আগের দিন স্বস্তিতেই রাখলেন নাইট ভক্তদের। বলেন, ‘এই পিচে বল বাউন্সও হবে এবং ঘুরবেও। এই পিচে আগেও খেলা হয়েছে।’ পাশাপাশি এও বলেন, কেকেআর পিচ নিয়ে কোনওরকম অসন্তোষ প্রকাশ করেনি। বুধবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যেমন মাঠের মাঝে আলোচনা করতে দেখা যায়, তেমনই কথা হয় কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও সিইও ভেঙ্কি মাইশোরের সঙ্গেও।
মুম্বইয়ের কাছে হেরে কলকাতায় কামব্যাকের আশা করছে নাইট রাইডার্স। বৃহস্পতিবারের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের। গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গতবার তিনবারের দেখায় তিনবারই হারিয়েছিল কেকেআর। তবে এবার পরিস্থিতি আলাদা। নাইটদের মেন্টর থেকে ক্যাপ্টেন সবই বদল হয়েছে। এমনকী আইপিএল টেবিলেও অবস্থান বদলে গেছে। গতবারের চ্যাম্পিয়ন দল তিন ম্যাচ শেষে তলানিতেই। তবে হায়দরাবাদও এবার খুব ভাল অবস্থানে নেই। কেকেআর এবং হায়দরাবাদ দুই দলই তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। তাই মুম্বইয়ের কাছে বিধ্বস্ত হয়ে ফেরার পর ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া নাইট ব্রিগেড।
নাইট মেন্টর ডোরেন ব্র্যাভো অবশ্য মাথা ঘামাতে চান না পিচ নিয়ে।দু’ম্যাচ হারের পরও ছেলেদের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নন। তিনি পরিষ্কার বলেন, ‘আমরা ২০ ওভারের খেলায় পিচ নিয়ে চিন্তিত নই । ছেলেদেরও সেটা বলেছি পিচ নিয়ে অহেতুক মাথা না ঘামাতে। সমর্থকরা আমাদের প্লাস পয়েন্ট। সমর্থকরা জিততে চায় সেটা মাথায় রেখেই খেলতে হবে।’ তিনি আরও বলেন, ‘পিচ নিয়ে আমি সেরকম কিছু জানি না। আমার মনে হয় যে দল ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। ঘূর্ণি থাকছে কিনা সেটা দেখেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে’। রিঙ্কু সিং থেকে রাসেল রান পাচ্ছেন না ম্যাচে, এই বিষয় নিয়ে ব্র্যাভো বলেছেন, তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে তারা ব্যাট করার সুযোগই পাননি। আইপিএল ১৪টা গ্রুপ পর্বের ম্যাচ হবে। প্রথমে দেখেই তাদেরকে বিচার করা ঠিক হবে না। এর আগে এই দলের হয়ে তারা কী পারফরম্যান্স করেছেন সেটা সবাই জানে’।