হেরে গেলেন ‘ব্যাট ম্যান’! ক্যানসারে প্রয়াত হলিউড অভিনেতা ভাল কিলমার
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একদিকে শরীরে ক্যানসারের থাবা। উপরন্তু নিউমোনিয়া। জীবনের শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারেননি হলিউড অভিনেতা ভাল কিলমার। ৬৫ বছরেই প্রয়াত হলেন তিনি। কণ্ঠনালীতে দীর্ঘদিন বাসা বেঁধেছিল কর্কটরোগ।
২০১৪ সালে প্রথম ধরা পড়ে এই রোগ। দীর্ঘ সময় ধরে অভিনেতা লড়াই করে গিয়েছেন এই মারণরোগের সঙ্গে। পরে সুস্থ হয়ে উঠলেও শেষরক্ষা হল না আর। মঙ্গলবার, লস এঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সদ্যপ্রয়াত অভিনেতার কন্যা মার্সিডিজ কিলমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ার কারণেই প্রাণ গিয়েছে বাবার।
১৯৫৯ সালে লস এঞ্জেলসে জন্ম অভিনেতার। ১৯৮৪ সালে ‘টপ সিক্রেট’ ছবির হাত ধরে ফিচার ডেবিউ হয় অভিনেতার। ১৯৮৬ সালে টম ক্রুসের সঙ্গে পর্দা ভাগ করেন ‘টপ গান’ ছবিতে। তারপর ঝুলিয়ে জড়ো হয়েছে ‘দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরেউ’, ‘দ্য সেন্ট’-এর মতো একের পর এক জনপ্রিয় কাজ।
২০২১-এর জুলাইয়ে তাঁর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভাল’ দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। সেই সময়েতেও পুরোপুরি সুস্থ ছিলেন না অভিনেতা। শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র সঙ্গে নিয়েই ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হলিউড।