হাসপাতালে মা, বিষণ্ণ মুখে ঢুকলেন জ্যাকলিন, মৃত্যুর খবর রটতেই কী বললেন অভিনেত্রী?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দেশে অসুস্থ মা। বিদেশ থেকে তড়িঘড়ি ফিরেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। গত কয়েকদিন ধরেই হাসপাতালের বাইরেই দেখা মিলছে তাঁর। লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রীর মা কিম ফার্নান্ডেজ। বুধবার সকালে বাবাকে নিয়ে সেখানে প্রবেশ করেন জ্যাকলিন। পরনে সাদা পোশাক। চোখেমুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট।

তারপর থেকেই ছড়িয়ে পড়ে দুঃসংবাদ। জীবনের প্রিয় মানুষটিকে বুঝি হারিয়েছেন অভিনেত্রী। পরে জানা যায়, এই খবর আদৌ সত্য নয়। স্ট্রোক হয়েছিল জ্যাকলিনের মায়ের। এই মুহূর্তে চিকিৎসকদের বিশেষ নজরে রয়েছেন তিনি। ‘আইসিইউ’তে রাখা হয়েছে তাঁকে।

জানা যায়, চলতি বছর আইপিএলের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল জ্যাকলিনের। মায়ের অসুস্থতার কারণেই নিজের অনুষ্ঠান বাতিল করেন তিনি। “এই মুহূর্তে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন জ্যাকলিনের মা। চিকিৎসকরা আরও কী জানান, তা শুনতেই মুখিয়ে রয়েছেন অভিনেত্রীর পরিবার। অনুমান করা হচ্ছে, আইপিএল-এর অনুষ্ঠানে নাও থাকতে পারেন তিনি।” সূত্র মারফৎ জানা গিয়েছিল এমনই খবর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *