নববর্ষের আগেই শোকের ছায়া! মাকে হারালেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলা নববর্ষ আসতে আর বেশি দিন বাকি নেই। নতুন বছর শুরুর আগেই শোকের ছায়া অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তাঁর মা। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর।
গত মঙ্গলবার অর্থাৎ ১ এপ্রিল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু তাতেই লাভ হল না। হাসপাতালের বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কল্পনা বন্দ্যোপাধ্যায়।
এ দিন রাতে সমাজমাধ্যমে মায়ের প্রয়াণের খবর জানিয়েছেন কনীনিকা। তাঁর এবং তাঁর বোন ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়, ‘অত্যন্ত গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মা, শ্রীমতী কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন।’ খবর প্রকাশ্যে আসতেই সমবেদনা জানিয়েছেন অনুরাগীরাও।