‘দিল্লি’ নয়, ‘বাংলা ফাইলস্’! নাম বদলেই মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর বহু প্রতীক্ষিত ছবি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এক সময় সাড়া ফেলেছিল তাঁর ‘দ্য তাশকন্ত ফাইলস্’, ‘দ্য কাশ্মীর ফাইলস্’-এর মতো ছবি। সেই পরিচালকেরই ‘ফাইলস্ ট্রিলজি’র পরবর্তী ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, খুব শীঘ্রই মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য দিল্লি ফাইলস্: দ্য বেঙ্গল চ্যাপটার’ । এমনকি প্রকাশ্যে এসেছিল ছবির টিজারও। একেবারে অন্য অবতারে মিঠুন চক্রবর্তীকে দেখে প্রতীক্ষার পারদ চড়েছিল একটু বেশিই।
তবে ছবিমুক্তির আগেই ঘটল বড় রদবদল! বদলে দেওয়া হল ছবির নাম। ‘দিল্লি’ নয়, সেই জায়গা দখল করল বাংলা। ‘দ্য বেঙ্গল ফাইলস্: রাইট টু লাইফ’- এই নামেই এ বার মুক্তি পাবে ছবিটি। চলতি বছর ৫ সেপ্টেম্বর বড় পর্দায় আসছে এই ছবি এবং টিজার মুক্তি পাবে আগামী ১২ জুন।
কিন্তু কেন বদলে গেল ছবির নাম? নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সাধারণ মানুষের অনুরোধের ভিত্তিতেই ‘দ্য ফিল্লি ফাইলস্’ বদলে করা হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস্’।

মঙ্গলবার (১০ জুন, ২০২৫) নিজের এক্স হ্যান্ডেলে বিবেক লিখেছেন, ‘বড় ঘোষণা। ‘দ্য দিল্লি ফাইলস’ এখন ‘দ্য বেঙ্গল ফাইলস’। টিজার আসছে ১২ জুন, ২০২৫, দুপুর ১২টায়। সিনেমা হলে আসছে সেপ্টেম্বর মাসের ৫ তারিখে।’ ইংরেজির পাশাপাশি বাংলাতেও এই ঘোষণা সারেন পরিচালক।
১৯৪০-এর দশকে অবিভক্ত বাংলায় সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার উপর আলোকপাত করে এই ছবি। বিশেষ করে ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ এবং ‘নোয়াখালী দাঙ্গা’র মতো ঘটনাগুলিকেও তুলে ধরবে এটি। পরিচালকের মতে, যা ‘হিন্দু জেনোসাইড’। মিঠুন ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনুপম খের, দর্শন কুমার, পরিচালকের স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশী-সহ আরও তাবড় তাবড় তারকাকে।