‘ইরফানই জোর করেছিল মেট্রো ইন দিনোর গল্প লিখতে’, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনুরাগ
আডিশন এক্সক্লুসিভ: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিটি। কাট টু ২০২৫, মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল ‘মেট্রো… ইন দিনো’। মাঝে প্রায় দু’দশকের ব্যবধান। যদিও এই ছবিটিকে ঠিক ‘সিক্যুয়েল’ বলতে নারাজ পরিচালক অনুরাগ বসু। তার মতে, সময়ের সঙ্গে বদলেছে মানুষ। বলেছে তাঁদের সমস্যা। একই সঙ্গে বদল এসেছে সমাজেও। তারই প্রতিচ্ছবি যেন এই সিনেমা। এই ১৮ বছরে ছবির ক্ষেত্রেও এসেছে বড় বদল। তার প্রতিফলন ছবির কাস্টিং।
তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে ইরফান খানের অনুপস্থিতি। সম্প্রতি মুম্বইয়ে ছবির প্রচারে এসে পরিচালক অনুরাগ জানিয়েছিলেন, তাঁর সবচেয়ে বেশি মনে পড়ছে ইরফান এবং প্রয়াত সঙ্গীতশিল্পী কেকের কথা। দু’বছর আগে কলকাতাতে এই ছবির শুটিং করতে এসেও আডিশনের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনুরাগের কথায় ধরা পড়েছিল সেই আক্ষেপের সুর। ইরফানকে ছাড়া ‘মেট্রো… ইন দিনো’, অথচ বন্ধু ইরফানই পরিচালককে জোর করেছিলেন এই গল্পটি লেখার জন্য।
শুটিংয়ের ফাঁকে আডিশনের সঙ্গে আড্ডায় অনুরাগ বলেন, “ইরফানকে খুব মিস করছি। কেকে-কে মিস করছি। আমি আমার এডিটরকে হারিয়েছি। যিনি ‘লাইফ ইন আ মেট্রো’তে ছিলেন। আরও অনেক জনই এই ছবিতে নেই। যদি থাকতেন, তাঁরা খুব খুশি হতেন। সবচেয়ে বেশি বোধ হয় ইরফান খুশি হত। ও-ই আমাকে জোর করত এই ছবির গল্প লেখার জন্য। বলত, ‘আরেক বার মেট্রো কর…আরেক বার মেট্রো কর…’ যখন গল্পটা লিখতে বসি, তখন সবচেয়ে বেশি আমাকে জোর দিয়েছিল ইরফানই। কী আর করা যাবে…” কথাটি শেষ করেই পরিচালকের ঠোঁটে আক্ষেপের হাসি। আগামী ৪ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘মেট্রো… ইন দিনো’।