ঝুলন্ত দেহ উদ্ধার পরীমণির! নুসরাতের থেকে প্রচারআলো সরাতেই কি এমন ফন্দি?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই মুহূর্তে খবরের কেন্দ্রে একের পর এক বাংলাদেশি তারকা। জামিন পেয়ে গেলেও এখনও অভিনেত্রী নুসরাত ফারিয়া থেকে নজর সরেনি নেটিজেনদের। উপরন্তু খবর প্রকাশ্যে এল বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেলের গ্রেফতারের খবর। এরই মাঝে আলোচনার কেন্দ্রে আরও একজনের নাম। তিনি পরীমণি। এমনইতেই তাঁকে নিয়ে বিতর্কের অন্ত নেই। এ বার তাঁকে নিয়েই রটল মৃত্যুর ভুয়ো খবর।
দাবি, নায়িকার ঝুলন্ত দেহ নাকি উদ্ধার হয়েছে। খবর প্রকাশ্যে আসতে মাথায় হাত নায়িকার। সঙ্গে সঙ্গে লাইভ সম্প্রচারে এসে পুরো বিষয়টি খোলসা করেন পরী। সেইসঙ্গে তাঁর আশঙ্কা, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে সমাজমাধ্যমে দেশবাসী যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাঁর তির ঘোরাতেই কি এমন ভুয়ো খবর ছড়ানো হল পরীর নামে?
তিনি বলেন, “এই মুহূর্তে দেশে যা চলছে, তা সকলেই জানেন। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে, সেটা তো কাম্য নয়। এই বিতর্ক থামাতেই কি… আমি জানি না যদিও।” এখানেই শেষ নয়, নায়িকা ক্ষোভ উগরে দিয়েছেন নিজের দেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধেও। বলেছেন, “এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল আমার, তার পরেই লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে! একজনের থেকে ফোকাস সরানোর জন্য মানুষ আমাকেই বেছে নেয় কেন?”