মিলিয়ে দিয়েছিলেন সুনামির ভবিষ্যদ্বাণী, সেই বাবা ভাঙ্গার গণনা অনুযায়ী ২০২৫-এ ধনবান হবেন কোন ৫ রাশি? এক নজরে
মিলে গিয়েছিল রাজকুমারী ডায়নার মৃত্যুর ভবিষ্যদ্বাণী। ২০০৪ সালের বিধ্বংসী সুনামির কথাও জানতেন আগে থেকেই। আমেরিকার নির্বাচনে বারাক ওবামার জয়লাভের কথাও বলে গিয়েছিলেন তিনি। এই বাবা ভাঙ্গার কথা শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। ভাঙ্গার ভবিষ্যদ্বাণী বহু ক্ষেত্রেই সত্য প্রমাণিত হয়েছে।
বুলগেরিয়ার একজন গণক ছিলেন বাবা ভাঙ্গা। জন্ম থেকেই দৃষ্টিহীন। কিন্তু বহু মানুষের বিশ্বাস, তিনি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। চোখ না থাকলেও তাঁর দৃষ্টিশক্তি অবিশ্বাস্য। ১৯৯৬ সালে বাবা ভাঙ্গার মৃত্যুর পরেও তাঁর বলে যাওয়া কথা আজও অক্ষরে অক্ষরে মিলছে বলে ধারণা করা হয়।
২০২৫ সালে কোন পাঁচটি রাশির ভাগ্য খুলবে জানেন? দেখে নিন আপনার রাশি আছে কিনা এই ৫ রাশির তালিকায়। কোন রাশিগুলি হবে ধনসম্পদের অধিকারী? এই নিয়ে কী বলেছিলেন বাবা ভাঙ্গা?
বাবা ভাঙ্গার করে যাওয়া গণনা অনুযায়ী, ২০২৫-এ এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের পকেটে আসবে টাকা পয়সা। বছর জুড়ে এঁদের জীবনে বজায় থাকবে ধনকুবেরের আশীর্বাদ।
সিংহ রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, বৃষ রাশি এবং কর্কট রাশির জাতক-জাতিকাদের লক্ষীলাভ হবে সারা বছর।