১০০ বছর পর বিরল সংযোগ! সূর্যগ্রহণেই খুলবে এই রাশিগুলির ভাগ্যের দরজা

0

রাশিফল: স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন থেকে শুরু করে প্রেমভাগ্য নিয়ে দুশ্চিন্তা? ২০২৫ সালে সূর্যগ্রহণ ও শনি গোচরে খুলবে কিছু রাশির ভাগ্যের দরজা। কারণ, আজ অর্থাৎ ২৯ মার্চই আছে সেই বিরল যোগ। এই দিন শনিদেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করছেন। একই দিনে হচ্ছে আংশিক সূর্যগ্রহণও। শনি গোচর এবং সূর্যের গ্রহণ, একইদিনে! কয়েকটি রাশির জন্য বিশেষ ফলপ্রসূ হতে চলেছে এটি। কোন রাশির জাতক-জাতিকারা হবেন মালামাল? দেখে নিন এক ঝলকে।

মেষ রাশি: আজকের দিনটা মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ। কর্মক্ষেত্রে স্বীকৃতি পাওয়া থেকে শুরু করে আয় বৃদ্ধি, আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার জন্য এ যেন এক দারুণ সংযোগ। ব্যবসা সম্প্রসারণ করারও এটাই ভাল সুযোগ।

মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যেও এই সংযোগ বেশ ফলপ্রসূ। ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। ঋণের বোঝা থাকলে, সেই থেকেও মুক্তি পাবেন তাঁরা। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের জন্যেও সময়টা ভাল। পাশপাশি ভ্রমণের পরিকল্পনা করে থাকলে আজই বেড়িয়ে আসা যাক।

ধনু রাশি- কর্মক্ষেত্রে পদের উন্নতি হবে। পাশাপাশি বাড়বে সম্মানও। ব্যবসা সম্প্রসারণের জন্যেও সময়টা ভাল।

কন্যা রাশি- পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত জীবন, কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্যে রয়েছে সব ক্ষেত্রেই দারুণ খবর। ব্যক্তিগত সম্পর্কগুলি আরও দৃঢ় হবে। রয়েছে লক্ষ্মীলাভের সম্ভাবনাও।

কুম্ভ রাশি- বাড়িতে এ বার বিয়ের পাকা কথাটা সেরেই ফেলুন। সূর্য এবং শনি দেবের আশীর্বাদে এই সময়ে রয়েছে দারুণ সংযোগ। ব্যবসায়িক দিক থেকে উন্নতি তো রয়েছেই, পাশাপাশি বাড়বে সঞ্চয়ও। পরিবারকে সময় দিন। সম্পর্কগুলো আরও দৃঢ় হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *