কাছেই রয়েছে ‘অচেনা দার্জিলিং’! এই বসন্তেই কম খরচে ঘুরে নিন ১০টি অফবিট জায়গা
বাঙালিদের কাছে দার্জিলিং যেন সর্বদাই চিরনতুন। শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক দৃশ্য বা চা বাগানই কেন? দার্জিলিংকে ঘিরে এমন বহু জায়গা আছে, যা ঘুরে না দেখলে মিস! গরম তো পড়ল বলে। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া যাক এবার। দার্জিলিংয়ের কিছু পরিচিত জায়গার বদলে এ বার গন্তব্য হোক কিছুটা আলাদা। চিনে নিন সেই সব ‘অফবিট হিডেন জেম’গুলিকে। রইল এমন ১০টি জায়গার তালিকা।
তিনচুলে- শান্ত-নিরিবিলি জায়গা পছন্দ করেন? তাহলে ঘুরে আসতেই পারেন দার্জিলিংয়ের তিনচুলে ভিলেজে। সেখানকার কমলালেবুর স্বাদ না চেখে ফিরবেন না যেন। এছাড়াও রয়েছে গ্রীন টির বাগান।
চটকপুর- প্রাকৃতিক সৌন্দর্যকে একেবারে কাছ থেকে উপভোগ করতে চাইলে চটকপুরের কোনও বিকল্প হতে পারে না। দার্জিলিং থেকে মাত্র ২৫ কিলোমিটার এবং সোনাদা থেকে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম। পাহাড়ি গ্রামের এমন রূপ ভোলার নয় কখনওই।
তাকদহ- ধরা যাক, কেউ দাঁড়িয়ে প্রাকৃতিক শোভা উপভোগ করছেন, এমন সময় ঘন কুয়াশা এসে মুড়ে নিল তাঁকে। কেমন অনুভূতি হবে? তাকদহে এমন ঘটনা নতুন কিছুই নয়। বরং সেই কারণেই এই জায়গার এমন নামকরণ। দার্জিলিংয়ের কাছেই অবস্থিত এই পাহাড়ি গ্রাম। কাঞ্চনজঙ্ঘার দেখা না পেলেও এর দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যেতে বাধ্য।




লামাহাট্টা- দার্জিলিং থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট গ্রাম। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে কিছুদিন হারিয়ে যাওয়াই যায় পাইনের সারির মাঝে।
লেপচা জগৎ- হিমালয়ের কোলে ছোট্ট গ্রাম লেপচা জগৎ। যেন রডোডেন্ড্রন এবং ওক গাছের সারির মধ্যে গা ঢাকা দিয়ে রয়েছে গ্রামটি। শান্ত এবং নিরিবিলি জায়গা পছন্দ হলে ঘুরে আসতেই পারেন এখানে।
বড় মংয়া ছোট মংয়া- যমজ দুই পাহাড়ি গ্রাম। এটি বিখ্যাত এর কমলালেবুর বাগান এবং ফার্ম স্টে-এর জন্য। আর সেই সঙ্গে অভূতপূর্ব হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই।
সিটং- মাঝে একফালি উপত্যকা। চারপাশে শুধু পাহাড় আর খোলা আকাশ। এটাই দার্জিলিংয়ের সিটং। সিটং ভ্রমণের সেরা সময় হল নভেম্বর থেকে ফেব্রুয়ারি। সেই সময়ে গ্রামের সব গাছ কমলালেবুতে ভরে যায়। এজন্যই তো সিটংয়ের আরও এক নাম ‘অরেঞ্জ ভিলেজ’।
বাঙ্কুলুং- মিরিক থেকে কিছু দূরেই অবস্থিত এই শান্ত পাহাড়ি গ্রাম। এখানকার চা বাগানের সৌন্দর্য চোখ টানবেই।
দাওয়াইপানি- খুবই শান্ত পরিবেশ। তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিংয়ের নৈসর্গিক সৌন্দর্য। এখানকার হোম-স্টেগুলতে থাকার অভিজ্ঞতা একেবারে অন্য ধরনের।



কোলাখাম- বহু পর্যটকের কাছেই অচেনা এই জায়গাটি। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের কাছেই অবস্থিত কোলাখাম। ট্রেকিং ভালবাসলে তালিকায় যুক্ত করা যায় এই জায়গাটিকেও।