সুপারহিট ছবির নায়ক, বিচ্ছেদের পর স্ত্রীর সঙ্গে নতুন করে সংসার, চেনা যাচ্ছে কি ছবির খুদেকে?

0

‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়’, ছবি দেখে একেবারেই চেনা দায়! টলিপাড়ার খুব পরিচিত মুখ! কিন্তু কয়েক দশক আগের ছবি পোস্ট করতেই, একেবারে নাজেহাল অবস্থা অনুরাগীদের। অভিনেতার পরিচয় জানতে একেবারে কালঘাম ছুটছে ভক্তদের। কে এই বাচ্চা ছেলেটি? জানলে অবাক হবেন।

ছবিতে দেখা যাচ্ছে, পর্দার আড়াল থেকে মুখ বের করে কী যেন মন দিয়ে দেখছে এক খুদে। মঞ্চাভিনয় থেকে জীবন শুরু। একাধিক সুপারহিট ছবির নায়ক তিনি। 

পরবর্তীকালে ওয়েব সিরিজ ও ধারাবাহিকেও কাজ করেন। ব্যক্তিগত জীবনও বেশ চর্চায় ছিলেন বহুদিন ধরে। স্ত্রীর সঙ্গে বহুদিন আলাদা থাকার পর সদ্যই আবার নতুন করে সংসার পেতেছেন যুগল। এ বার চেনা গেল?

ছবির খুদে হলেন, টলি-অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমান চেহারার সঙ্গে একেবারেই যেন মিলছে না তাঁর ছোটবেলার মুখ।

রাহুল তখন পঞ্চম শ্রেণীর ছাত্র। সালটা ওই ধরা যাক, ১৯৯৫ বা ৯৬। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অতনু ঘোষের সঙ্গে তাঁর প্রথম কাজ।

প্রথম ছবিটি দেখে মনে হচ্ছে, অভিনেতা মুগ্ধ হয়ে দেখছেন কোনও আশ্চর্য আবিষ্কার। দ্বিতীয় ছবিতে, একটু রেগেই রয়েছেন কিশোর রাহুল। তৃতীয় ছবি দেখে মনে হচ্ছে, একাধিক প্রশ্ন ভিড় করেছিল রাহুলের মনে। ফলত, পর্দার আড়ালে দাঁড়িয়েই কোনও উত্তর খোঁজার চেষ্টা করছেন তিনি।

রাহুল জানান, ১৯৯৫ সালে মানুষকে প্রযুক্তিগত বিষয়ে আরও বেশি করে অবগত করার জন্য পরিচালক অতনু শুরু করেছিলেন ‘কম্পিউটার’ ধারাবাহিকটি। ওই ধারাবাহিকের এই মুহূর্তগুলিই জমে ছিল ক্যামেরার স্মৃতি তে।

থিয়েটার শিল্পীর পরিবারে জন্ম তাঁর। বাবা ‘বিজয়গর আত্মপ্রকাশ’ নামে একটি নাট্যদলের পরিচালক ছিলেন। প্রথমবার অভিনয় জগতে হাতেখড়ি হয় ‘রাজ দর্শন’ নামে একটি নাটকে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেন। যার মধ্যে ২০০৮ সালে অভিনীত প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল।

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে চার হাত এক হয় তাঁর। তবে, ২০১৭ সাল থেকেই খবরের শিরোনামে উঠে আসে তারকাদম্পতির বিচ্ছেদের কাহিনি। কিন্তু এখন আবারও ছেলে সহজের হাত ধরে এক হয়েছেন জুটি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *