ঘরের পূর্বদিকে রাখুন এই ৫টি জিনিস, লক্ষ্মীলাভ থেকে সন্তানের উন্নতি! ঘুরে যাবে ভাগ্যের চাকা
বাস্তুশাস্ত্র মেনে ঘর সাজানোর অভ্যাস? তবে এই কয়েকটি বিষয় মাথায় রাখা খুব জরুরি। বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিককে খুবই শুভ বলে মানা হয়। তা ছাড়াও পূর্ব দিককেও মঙ্গল বলে মনে করা হয়। এর একটি কারণ যেমন যুক্ত সূর্যোদয়ের সঙ্গে। তেমনই মনে করা হয়, রবিকিরণের সঙ্গেই আসে নতুনের বার্তাও। যার কারণে বাড়ির বারান্দা সাজানোর সময়ও বিশেষ নজর দেওয়া হয় যাতে বাস্তুদোষ না লাগে। বাস্তু বিশেষজ্ঞ ডঃ আনন্দ ভরদ্বাজ তালিকা দিচ্ছেন এই পাঁচটি বস্তুর, যেগুলি রাখতে হবে ঘরের পূর্ব কোণেই।

সুগন্ধি উদ্ভিদ: যে কোনও সুগন্ধি উদ্ভিদ যেমন বেসিল গাছ রাখা উচিত ঘরের পূর্ব কোণে। এটি যেমন সমস্ত ঘরকে সুরভিত করে তোলে, তেমনই ঘরে নিয়ে আসে সুখ, শান্তি এবং ইতিবাচকতা। আর একটির পরিবর্তে এক জোড়া উদ্ভিদ রাখলে বাড়ির মঙ্গল অনিবার্য।
হার্বস ও ঔষধি: বাড়িতে যদি ঔষধি গাছ থাকে, তাহলে সেটিকেও রাখুন পূর্বদিকেই। ওষুধের ক্ষেত্রেও নিয়ম একই। বলা হয়, এর ফলে এগুলো আরও বেশি কার্যকরী হবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রেও মঙ্গলময় হবে।

আঁকা ছবি: বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর আঁকা ছবি কে না পছন্দ করেন! ছবির ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই। সূর্যোদয় বা সূর্যাস্তের ছবি বাড়ির পূর্বদিকের দেওয়ালে টাঙালে বলা হয়, তা বাড়ির জন্যেই মঙ্গল। এটি কেবলমাত্র বাড়িতে ইতিবাচকতাই নিয়ে আসে না, বরং সন্তানদের সুস্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের দিকেও সমৃদ্ধি ডেকে আনে।
সন্তানদের পড়ার টেবিল: সন্তানদের পড়ার টেবিল বসানোর ক্ষেত্রে একটু সচেতন হওয়া জরুরি। এখানেও জড়িয়ে রয়েছে বাস্তুতন্ত্রের একাধিক নিয়ম। ঘরের এমন জায়গায় টেবিলটি রাখা উচিত, যাতে সেখানে বসে পড়াশোনা করার সময়ে সন্তানের মুখ থাকে পূর্বদিকে। বাস্তু বিশেষজ্ঞরা জানান, এতে সন্তানের বিদ্যা, বুদ্ধি বৃদ্ধি পায়। শিক্ষার ক্ষেত্রে আরও নানা চিন্তাভাবনার দিককে প্রসারিত করে।

ঘরের দরজা এবং জানালা: ঘরের যাবতীয় জিনিসপত্র সাজাতে গিয়ে বহুক্ষেত্রেই অবহেলা করা হয় ঘরের জানালা এবং দরজাকে। বলা হয়, জানালা এবং দরজা পূর্বমুখী হওয়াই দরকার। তাতে বাড়ি মঙ্গলময় হয়। একইসঙ্গে সন্তানদের জ্ঞান প্রসারণেও সাহায্য করে।


