‘তরুণ’ ইয়ামালকে টেক্কা দিয়েই ট্রফি জয় ‘বুড়ো’ রোনাল্ডোর, নেশনস লিগ পর্তুগালের
স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ দাপট যে ফাইনালে দেখা যাবে, সেমিফাইনালেই তা পরিষ্কার বোঝা গিয়েছিল। স্প্যানিশ আক্রমণে পর্তুগাল উড়ে যেতে পারে সেই সম্ভাবনাও দেখছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু ফাইনালে যে কেউ এগিয়ে থাকে না বা পিছিয়ে থাকে না তা স্পষ্ট বুঝিয়ে দিল পর্তুগাল। ২ বার পিছিয়ে পড়েও দু’বারই সমতায় ফিরেছে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা গড়ায় অতিরিক্ত আরও ৩০ মিনিটে। ১২০ মিনিটের খেলাও ২-২ গোলে সমতায়। চ্যাম্পিয়নশিপ নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করলো পর্তুগাল। বিশেষ করে পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা।
স্পেন অধিনায়ক আলভারো মোরাতার শট আটকে দিয়ে তিনিই হয়ে গেলেন শেষ মুহূর্তের নায়ক। রুবেন নেভেস পঞ্চম শটটি স্পেনের জালে জড়িয়ে দিতেই বিজয়ের উল্লাসে মেতে ওঠেন পর্তুগিজ ফু্টবলাররা। মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হলো পর্তুগাল। আরও একটি ট্রফি উঠলো রোনাল্ডোর হাতে। ফাইনালে গোলও করলেন তিনি। এই ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল একদিকে ৪০ বছর বয়সী, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর অন্যদিকে স্পেনের কিশোর বিস্ময় লামিনে ইয়ামাল। রোনাল্ডোর পাদপ্রদীপে এই ম্যাচে অবশ্য অনেকটাই নিষ্প্রভ ছিলেন ইয়ামাল। যদিও মাঠের খেলায় স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। কিন্তু গোলের খেলায় গোলেই যদি এগিয়ে থাকা না যায়, তাহলে কোনো লাভ নেই।

২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। দলকে লিড এনে দেন জুবিমেন্ডি। এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেন। ২৬ মিনিটের মাথায় পর্তুগালকে ম্যাচে ফেরান নুনো মেন্ডেস। হাফ টাইমের ঠিক আগে আবার এগিয়ে যায় স্পেন। ৪৫ মিনিটের মাথায় মিকেল ওয়ারজাবালের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। কিন্তু দ্বিতীয়ার্ধেই খেলায় প্রাণ ফিরিয়ে দেন রোনাল্ডো। ৬১ মিনিটে দারুণ এক ফিনিশিং করে পর্তুগালকে আবারও ম্যাচে ফেরান তিনি। ৮৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনাল্ডো। অতিরিক্ত সময়েও কোনো দলই জয়সূচক গোল খুঁজে পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই পর্তুগিজরা স্নায়ুর চাপ কাটিয়ে পাঁচটির সব কটা পেনাল্টিই জালে জড়ায়। আর তাতে ট্রফি উঠল রোনাল্ডোর হাতেই। ইউরো ও ২০১৯ সালের নেশনস লিগের পর জাতীয় দলের জার্সি গায়ে এটা রোনাল্ডোর তৃতীয় ট্রফি।