অবিশ্বাস্য প্রত্যাবর্তন, দীর্ঘতম ফরাসি ওপেন ফাইনালে সিনারকে হারিয়ে লাল দুর্গে আবার রাজা আলকারাজ

0



মহাকাব্যিক প্রত্যাবর্তন ঘটিয়ে পরপর দু’বার ফরাসি ওপেন জয় করলেন কার্লোস আলকারাজ। আধুনিক যুগে ফরাসি ওপেনের সবচেয়ে দীর্ঘতম ৫  ঘণ্টা ১৯ মিনিটের ম্যাচ ইয়ানিক সিনারের বিরুদ্ধে ৫ সেটে জিতে নতুন করে ইতিহাস লেখা শুরু করলেন নাদালের উত্তরসূরি।

টুর্নামেন্টে একটাও সেট না হেরে ফাইনালে পৌঁছে গেছিলেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার। কিন্তু প্রতিপক্ষের নাম যে কার্লোস আলকারাজ । যাঁর কাছে শেষ চারবারই হেরেছেন ইতালিয়ান । প্রথম ২ সেট সিনার সহজে জিতলেও তৃতীয় সেট জিতে খেলায় ফিরে এসেছিলেন বিশ্বের ২ নম্বর। কিন্তু চতুর্থ সেটে ক্যামেরা যখন সিনারের আবেগপ্রবণ মাকে দেখাচ্ছে  তখন ৫-৩ গেমে এগিয়ে সিনার।তিন তিনটে ম্যাচ পয়েন্ট বাঁচাতে ০-৪ এ সার্ভ করছেন গতবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। কে জানত এখন থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটাবেন কার্লোস। টাইব্রেকারে চতুর্থ সেট জিততেই ফিলিপে শঁতিয়ে কোর্টে তখন কার্লোস কার্লোস শব্দে কান পাতা দায়। পঞ্চম সেটের শুরুতেই সিনারের সার্ভিস ব্রেক করে এগিয়ে গেছিলেন বিশ্বের ১ নম্বর। তবে ৫-৪ গেমে এগিয়ে থেকে সার্ভিস করার সময় গেম খোয়ান কার্লোস। ম্যাচে ফিরে আসেন সিনার। সুপার টাইব্রেকে ম্যাচ গড়ালেও অবিশ্বাস্য টেনিস খেলে দ্বিতীয়বার-এর জন্য ট্রফি পকেটে পুরে ফেলেন কার্লোস আলকারাজ। খেলার চূড়ান্ত ফল আলকারাজের পক্ষে ৪-৬, ৬-৭, ৬-৪, ৭-৬, ৭-৬।



ফাইনালের আগে আলকারাজ দাবি করেছিলেন স্প্যানিয়ার্ডদের জন্য ফরাসি ওপেন ‘স্পেশ্যাল এনার্জি’ বহন করে। সত্যিই তো তাই নাদালের ১৪ নিয়ে এ বারের ফাইনালের আগে রেকর্ড মোট ২১ বার স্পেনের খেলোয়াড় জিতেছেন লাল দুর্গে। এ বার নিয়ে সংখ্যাটা দাঁড়াল ২২ বারে। এই ফাইনাল মনে করিয়ে দিয়েছে ২০১৯-এর ফেডেরার বনাম জোকোভিচের কথা। মনে করিয়ে দিয়েছে রাফায়েল নাদালের অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের  ইতিহাস । বিগ থ্রি যুগ-এর শেষ লগ্নে এই ফাইনাল বুঝিয়ে দিল ফেডেরার, নাদাল, জোকোভিচ পরবর্তী যুগে টেনিস-এর ব্যাটন থাকবে যোগ্যদের হাতেই। আগামী ১০ বছর টেনিস বিশ্ব দেখবে আলকারাজ-সিনার দ্বৈরথ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *