গ্রেগ চ্যাপেলকে দেখেই রাগে জ্বলে উঠলেন সৌরভ! কিন্তু এতদিন পর কেন…

0

স্পোর্টস ডেস্ক: ব্যাট নয়, ক্রিকেটারদের হাতে আজকাল দেখা যাচ্ছে বন্দুক! ব্যাপারটা এমনই। অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নার ভারতীয় সিনেমায় ডেবিউ করছেন। তার হাতেও দেখা গিয়েছিল বন্দুক। আর ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ অভিষেকের অপেক্ষায় সিনেমায়। জোরদার চলছে শুটিং। তাঁর হাতেও বন্দুক। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম দিনের শুটিংয়ের বেশ কিছু অংশই সমাজ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। তাতেই শুরু হয়ে গেছে হইচই। ভিডিওতে দেখানো হয়েছে, দরজায় টাঙানো কাগজে লেখা ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার: শুট ডে ১’। ভিতরে তখন শুটিং শুরু হচ্ছে সবে।

এইসময়ই এক পরিচিত কণ্ঠস্বর, ‘বেঙ্গল নিয়ে শো বানাচ্ছ, আর দাদাকে ডাকলে না?’ চেনা কণ্ঠস্বর শুনেই দরজার বাইরে তাকাতেই সবাই হকচকিয়েই যায় আনন্দে। আনন্দ হওয়াটাই স্বাভাবিক। সামনে যে খাঁকি পোশাকে সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিভূত পরিচালকও টুপি খুলে স্বাগত জানান শুটিং ফ্লোরে মহারাজকে। জানতে চান, ‘দাদা, আপনি কোন চরিত্রে অভিনয় করতে চান?’ সৌরভও পুলিশের লাঠি দিয়ে বুক বাজিয়ে বলে দেন, এটাই তাঁর পছন্দের চরিত্র। দাদার প্রথম শুটের অংশের নাম ‘এক্স কোচ অ্যাঙ্গার, টেক ওয়ান।’ যেখানে ভারতের সফলতম প্রাক্তন অধিনায়ককে ‘অ্যাংরি’ ইমেজেই শুটিং করতে হল। কিন্তু সদা হাসিখুশি দাদাকে রাগাবেনটা কে? অগত্যা স্মরণে আনতেই হয়েছে গ্রেগ চ্যাপেলকে।

কে না জানে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গ্রেগ চ্যাপেলের তিক্ততার কথা! কল্পনায় চ্যাপেলের মুখই ভেসে উঠেছিল। চ্যাপেল ‘হ্যালো মেট’ বলে কিম্ভূতভাবে হেসে ওঠামাত্রই সৌরভের রাগ ছিল দেখার মতো। অ্যাকশন যেন থামেই না। পরিচালক ‘কাট’ বললেও শোনে কে কার কথা! সবাই বলাবলি করতে শুরু করে দিয়েছিল, এ দাদার কী হল! পরের দৃশ্যটা আবার বেশ মজার। কারণ, অপরাধীদের পেটাতে হবে সৎ পুলিশ অফিসারকে। কিন্তু লাঠি দিয়ে পেটাবেন কি! দেখে মনে হবে স্কোয়ার কাট, কভার ড্রাইভ আর পুল শট মারছেন। শূন্যে ঝোলানো অপরাধীকে মারার সময়ই সৌরভ জিজ্ঞাসা করে নিয়েছেন ‘কাট মারব?’ ‘কভার ড্রাইভ?’ ‘পুল?’। সফল অধিনায়কত্ব করার পর, সিএবি ও বিসিসিআই সভাপতি পদ সামলেছেন সৌরভ দক্ষতার সঙ্গে। সেইসঙ্গে ধারাভাষ্যকার, বিশেষজ্ঞ হিসেবেই তাঁকে পাওয়া গেছে চেনা ছন্দে। দাদাগিরিতে সঞ্চালকের ভূমিকাতেও অনবদ্য। এবার সিনেমার পর্দা কতটা জমাতে পারেন তাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *