চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী, বেঁচে থাকতে যোগ্য কারও চাকরি যেতে দেব না: মমতা

0

চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে একই বার্তা দিলেন প্রশাসনিক প্রধান। ‘যোগ্য’ চাকরিহারাদের জন্য ফের আইনি লড়াই করবে রাজ্য। কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহে ছিলেন ‘যোগ্য’ শিক্ষকরা। সেখানেই চাকরিহারাদের প্রশ্ন, তাঁরা কোনও অপরাধ করেননি। তাহলে কেন শাস্তি পাবেন? সেই সভাতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আপনাদের সার্ভিস ব্রেক হবে না। আপনাদের চাকরির দায়িত্ব সরকারের।’২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল ‘অসাংবিধানিক’, ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু যোগ্য প্রার্থীদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,‘দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আপনাদের সার্ভিস ব্রেক হবে না। আপনাদের চাকরির দায়িত্ব সরকারের।’ তিনি জানিয়েছেন, ‘যোগ্যদের সমাধানের পর অযোগ্যদের ওএমআর-সহ যাবতীয় নথি খতিয়ে দেখবেন তিনি। যদি গলদ ধরা পরে সেক্ষেত্রে কিছু করতে পারবেন না বলেও সাফ জানিয়ে দেন।

এদিন চাকরিহারাদের যেসব মূল দাবি ছিল

• আবার পরীক্ষা দিতে নারাজ কারণ অপরাধ না করায় দায় নেবে না চাকরিহারারা

• প্রধান বিচারপতির বেঞ্চে অনাস্থা, অন্য বেঞ্চে রিভিউ পিটিশন/ কিউরেটিভ পিটিশনের আর্জি

• এখনই টার্মিনেশন লেটার নয়, দাবি তাদের

• রিভিউয়ে দক্ষ আইনজীবী নিয়োগের দাবি, সরকার পাশে দাঁড়ানোর আর্জি

• সিবিআই তদন্ত যাবতীয় রিপোর্ট দেখানোর দাবি

• সরকারি পদক্ষেপ নিয়ে আলোচনার পাশাপাশি সর্বদল বৈঠকের আবেদন


যা বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

• জেনেশুনে কারও চাকরি খাইনি। আমাদের সরকার চাকরি দিয়েছিল। ভুল হয়, প্রশাসনকে সংশোধন করার সময় দেওয়া উচিত।

• বিকাশবাবু কেন মামলা করলেন? ওনাকে আইসোলেট করা উচিত। চাকরি দেওয়ার ক্ষমতা নেই যখন, কাড়বেন না। শিক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে।

• চাকরিহারাদের পাশে থাকব। যোগ্য প্রার্থীদের চাকরি কেড়ে নিতে দেব না।

• সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য, কারা অযোগ্য। সরকারকে যোগ্য-অযোগ্য আলাদা করার সুযোগ দেওয়া হয়নি

• আবার সুপ্রিম কোর্টে গিয়ে কাজ না হলেও যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার। ২ মাসের মধ্যে চাকরি নিশ্চিত করব, কারও সার্ভিস ব্রেক হবে না

• আমরা সুপ্রিম কোর্টে যাব। ব্যাখ্যা চাইব। পুনর্বিবেচনার আবেদন করব। আমিও আইন জানি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করব।

• আইনজীবী হিসাবে লড়বেন অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ, দেবাঞ্জন মণ্ডল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *