গাড়ির ধাক্কায় মৃত ১, আটক পরিচালক, ঠিক কী ঘটেছিল? ঠাকুরপুকুর দুর্ঘটনায় মুখ খুললেন স্যান্ডি সাহা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: রবিবার সকাল থেকেই তোলপাড় টলিপাড়া। ঠাকুরপুকুরে গাড়ি দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সমাজমাধ্যম। এ দিন সকাল হতেই প্রকাশ্যে আসে এই খবর। ঘড়ির কাঁটা তখন সকাল ন’টা প্রায়। ঠাকুরপুকুর বাজার এলাকায় একটি বিএমডাব্লিউ গাড়ি এসে কয়েকজন পথচারীকে আচমকা ধাক্কা দেয়। গুরুতর জখম হন ছয় জন। তাঁদের মধ্যে চার জনকে ভর্তি করানো হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার রোডের একটি বেসরকারি হাসপাতালে। বিকেল গড়াতেই জানা যায়, আশঙ্কাজনক দু’জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গুঞ্জন, ওই গাড়িটি নাকি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। গাড়িতে ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন (ঋ), সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, ইউটিউবার স্যান্ডি সাহা। তারপর থেকেই তোলপাড় নেটমাধ্যম। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টোর বিরুদ্ধে। ঠিক কী হয়েছিল?
স্যন্ডি সাহার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল আডিশন। তিনি বলেন, “ভিক্টোদা যে গাড়িটা চালাচ্ছিলেন, আমি বা আরিয়ান(ভৌমিক) , সেই গাড়িতে উপস্থিত ছিলাম না। আমরা সাউথ সিটিতে পার্টি করে গিয়েছিলাম। আমাদের সিরিয়ালের টিআরপি ভাল এসেছিল বলে এই পার্টির পরিকল্পনা হয়েছিল। রাত ১২-১টা নাগাদ সেটা শেষ হওয়ার পর আমরা ভাবলাম আরিয়ানের বাড়িতে আফটার পার্টিটা হবে। আমরা সকলেই মদ্যপান করেছিলাম। শ্রিয়াদি নিজের গাড়ি চালককে নিয়ে এসেছিলেন। আরিয়ানেরও নিজস্ব গাড়িচালক ছিলেন। প্রথমে ও নিজের গাড়িতেই ওঠে এবং নিজের বাড়ি পর্যন্ত যায়। আমি যখন ওর বাড়িতে যাচ্ছিলাম, তখন ভিক্টোদা কিছুক্ষণের জন্য গাড়ি চালান। এটা আগের দিন রাতের কথা বলছি। তখনও কোনও অ্যাক্সিডেন্ট ঘটেনি।”
স্যান্ডি আরও জানান, পরিচালকের গাড়ি চালানোর ধরন মোটেই ঠিক লাগেনি তাঁর। ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকের অভিনেতা স্যান্ডির দাবি, “ভিক্টোদার গাড়ি চালানো দেখে আমি ভয় পাচ্ছিলাম। খুবই বাজে ভাবে গাড়ি চালাচ্ছিলেন তিনি। আমি বাধ্য হয়ে বলি গাড়ি থেকে নেমে যাব। এটাও বলি তুমি সুস্থ নও। মাঝ রাস্তায় ওঁর গাড়ি থেকে নেমে শ্রিয়াদির গাড়িতে উঠি। যেহেতু গাড়িচালক ছিলেন সেখানে। কিন্তু অবশেষে সুস্থভাবে আরিয়ানের বাড়ি পৌঁছেছিলেন তিনি।” তিনি আরও বলেন, “আজ সকালে আমার আর আরিয়ানের শুটিংয়ের কলটাইম ছিল। যেহেতু স্টুডিয়োর কাছেই বাড়ি। তাই আমি আরিয়ানের সঙ্গেই গাড়িতে করে শুটিংয়ে চলে গিয়েছিলাম। শ্রিয়াদি, ঋদি আর ভিক্টোদা অন্য একটা গাড়িতে ছিলেন। আর গাড়িটা ভিক্টোদাই চালাচ্ছিলেন। যদিও অনেকবার বারণ করা হয়েছিল ভিক্টোদাকে। যে ঘটনাটা ঘটেছে, সেটা খুবই নিন্দাজনক। খুব দুঃখ লাগছে দেখে।”
দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়তে শোনা যায়, আহত হয়েছিলেন নাকি আরিয়ান এবং স্যান্ডি। সত্যিই কি তাই? কেমন আছেন তাঁরা এখন? আরিয়ানকে ফোনে না পাওয়া গেলেও স্যান্ডি বলেন, “ভগবানের আশীর্বাদে সুস্থ আছি আমরা। কিন্তু আমরা একসঙ্গে পার্টি করলেও একই গাড়িতেও ছিলাম না এবং দুর্ঘটনার স্থানেও ছিলাম না। অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে সমাজমাধ্যমে। আমি ভিক্টোদার গাড়িতে আগের দিন রাতে উঠেছিলাম, যখন ওই দুর্ঘটনা ঘটেনি।”