‘পরিচয়হীন একজনের কথায় পরীকে হেয় করা হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছি আমি, পরিবার’ ক্ষুব্ধ শেখ সাদী

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই নতুন করে আলোচনায় রয়েছেন পরীমণি। সেই সঙ্গে উঠে এসেছে আরও একটি নাম। গায়ক শেখ সাদী। গুঞ্জন, জনপ্রিয় গায়কের সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। আর এই খবরে ইন্ধন জুগিয়েছেন নায়িকার গৃহকর্ম সহায়িকা পিংকি আক্তারও। হ্যাঁ, তিনি পরীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, পরী এবং শেখ সাদী নাকি একত্রবাস করেন। বিতর্ক বাড়তেই মুখ খুললেন গায়ক। পাশে দাঁড়ালেন তাঁর ‘চর্চিত প্রেমিকা’ পরীরও।

সমাজমাধ্যমে তিনি লিখলেন, ‘একটু ভাবেন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট! যার কোনো প্রমাণ নেই এবং ঘটনাটা অবাস্তব। এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে। ধরুন, এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সেই পোস্ট সরাতে পারতেছেন না। মানুষ আপনার বাবা-মাকে ট্যাগ করতেছে। আপনার আত্মীয়-স্বজনকে ট্যাগ করতেছে। আপনার পাশের বাসায় থাকা লোকটাও সেটা শেয়ার করে ছিঃ ছিঃ করতেছে। কিন্তু আপনার কিচ্ছু করার নাই। আপনি কয়জনকে বোঝাবেন? মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দি হয়ে যদি আপনার সম্মানহানি হয়, আপনার করারও কিছু থাকে না। তখন আসলে আপনার পরিস্থিতিটা কী হতে পারে একবার কি ভেবেছেন?’

সাদী আরও লিখেন, ‘আপনাদের জীবনে এমন কি কখনো হয় নাই যে, আপনি কোনো কাজ ঠিকমতো করার পরও, আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়ানো হয়েছে? সত্য জানার আগেই মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বুলি করছেন। একজন নামপরিচয়হীন মানুষ, যাকে কেউ চেনে না, তার কথার ওপর ভিত্তি করে তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো। তার অযাচিত কথা দেশব্যাপী ছড়ানো হলো। একবারও কি মনে হলো না সে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যাবাদী? সেটা যাচাই ছাড়াই সস্তা ভিউয়ের জন্য এসব প্রচার করলেন। এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না। তাই এটা ক্লিয়ার যে, ওই ঘটনার মূল উদ্দেশ্য পরীকে হেয় করা। আর পরীর সাথে আমি ও আমার পরিবার, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি। যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করে না।’

পাশাপাশি নায়িকার হয়ে সুর তুলে তিনি লেখেন, ‘পরী আপনাদের ভালবাসার জন্যই আজ একজন সুপারস্টার। কিন্তু তার উপহারস্বরূপ যেকোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে তাঁকে হেয় করার চেষ্টা করা হয় ! কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীর জীবনের খবরকে বানিয়েছেন। তাঁরা ভুলে যায়, নায়িকা চরিত্রের বাইরেও পরী একজন নারী, একজন মা ও সবার ঊর্ধ্বে সে একজন মানুষ।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *