সমুদ্রসৈকতে একান্তে বিজয়-রশ্মিকা! নায়িকার জন্মদিনের মাঝেই সিলমোহর পড়ল প্রেমে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ইন্ডাস্ট্রির এই দুই তারকাকে নিয়ে প্রেমের গুঞ্জন বহু আগে থেকেই। নিজেরা স্বীকার না করলেও একাধিকবার উভয়ের ছবি থেকে এমনই ইঙ্গিত পেয়েছেন অনুরাগীরা। সদ্যই গিয়েছে রশ্মিকার জন্মদিন। উদযাপনের হাত ধরেই কি কাটল ধোঁয়াশা?
এই মুহূর্তে ছবির সাফল্য দারুণভাবেই উপভোগ করছেন রশ্মিকা। সলমন খানের সঙ্গে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সিকন্দর’। তার পরেই জন্মদিনের উদযাপনে মাতলেন নায়িকা। উড়ে গেলেন ভিনদেশে। কিন্তু কার সঙ্গে? উত্তর মিলল ছবির মাধ্যমেই। ওমানে বেড়াতে গিয়ে সমুদ্রসৈকত থেকে ছবি ভাগ করে নিয়েছেন রশ্মিকা। কিন্তু ক্যামেরার নেপথ্যে কে? অনুরাগীদের অনুমান, তা আর কেউ নন, বরং তাঁর চর্চিত প্রেমিক বিজয়। কারণ, একই সমুদ্রসৈকত থেকে কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনিও। গাল ভর্তি দাড়ি, সাদা রঙের ঢিলেঢালা শার্ট ও প্যান্টে একেবারে ক্যাজুয়াল লুকেই ধরা দিয়েছেন তিনি।
নেটিজেনদের নজরে এসেছে উভয়ের ছবির মধ্যে একাধিক মিল। আর তাতেই দু’য়ে দু’য়ে চার করতে খুব একটা বেগ পেতে হয়নি তাঁদের।
‘পুষ্পা ২’, ‘ছাওয়া’, ‘সিকন্দর’- তিনটি ছবিতেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন রশ্মিকা। এছাড়াও আগামী দিনে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘থামা’, ‘কুবেরা’র মতো ছবি। অন্যদিকে বিজয় অভিনীত ‘কিংডম’-এর জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।