‘পৃথা এখনও আমার প্রিয়’, বিবাহবিচ্ছেদের পর অকপট সুদীপ মুখোপাধ্যায়
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত এক সপ্তাহ ধরে চর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। প্রাক্তন স্ত্রী তথা নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তীর বিবাহবিচ্ছেদ নিয়ে পোস্ট এখনও নেটিজেনদের আলোচনা বিষয়। হ্যাঁ, আলাদা হয়েছে দু’জনের পথ। প্রথমে ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখার জন্য হাজার কাঠখড় পোড়ালেও বিতর্ক বাড়তে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন অভিনেতা।
বিবাহবিচ্ছেদের পরেই আডিশনের সঙ্গে আড্ডায় বসেন সুদীপ। সেখানেই জানান, দু’জনের ছাদ আলাদা হলেও সুদীপের আজও প্রিয় প্রাক্তন পৃথা। সহজভাবেই সুদীপ বললেন, “যতদিন আমরা বিবাহিত ছিলাম, আমরা ভালই সময় কাটিয়েছি। কিছু কারণে আমরা আর একসঙ্গে নেই। কিন্তু বিচ্ছেদ হয়েছে মানেই যে আমি আর পৃথা, দু’জন দু’প্রান্তে চলে গিয়েছি, এমনটা নয়।”
এর আগে বিবাহবিচ্ছেদের কথা প্রথম সর্বসমক্ষে জানিয়েছিলেন পৃথা নিজেই। বিতর্ক এড়িয়ে যাওয়ার কারণে সেটিকে ‘প্র্যাঙ্ক’ বলে দাবি করেছিলেন সুদীপ। তাঁর কাছে সমাজমাধ্যম ‘নর্দমা’র সমান! তিনি বলেন, “পৃথা কেন সমাজমাধ্যমে এই কথাটি পোস্ট করেছিল, আমার ধারণা নেই। সোশ্যাল মিডিয়া আমার কাছে একটা নর্দমা। সেখানে সব ব্যক্তিগত জিনিস জানানোর কোনও প্রয়োজন নেই। কেউ যদি পোস্ট করে, তা হলে সেটা তাঁর রুচির বিষয়। ওই খবরটা পোস্ট হওয়ার পরই আমার কাছে ফোন আসতে থাকে। ভেবেছিলাম যদি প্র্যাঙ্ক বলে এড়িয়ে যাওয়া যায় বিষয়টিকে। কিন্তু পরে আমার বয়োজ্যেষ্ঠরাই আমাকে বলেছিলেন, সত্যিটা স্বীকার করে নিতে।”
স্বীকারোক্তির সঙ্গেই আরও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সুদীপ। যেখানে নেটিজেনদের একহাত নিয়েছিলেন অভিনেতা। তিনি জানান, এই ঘটনায় কটাক্ষের মুখে পড়েছিলেন পৃথাও। আর এই বিষয়টিই মেনে নিতে পারেননি তিনি। সুদীপ বলেন, “সোশ্যাল মিডিয়ায় পৃথার নামে মানুষ অনেক খারাপ কথা বলছিলেন। আসল বিষয় না জেনেই নানা মন্তব্য করছিলেন তাঁরা। এই মন্তব্যে আমি প্রভাবিত হই না। কিন্তু পৃথা এখনও আমার প্রিয়। আর যেহেতু আমার প্রিয় মানুষকে নিশানা করা হয়েছে, তাই আমি মুখ খুলেছিলাম।”