এই প্রথম বারপুজোয় থাকতে পারেন সৌরভ, জমজমাট মোহনবাগান

0

নববর্ষে কলকাতা ময়দানের অন্যতম রীতি বারপুজো৷ এই ফুটবল ক্লাবদলগুলোর বারপুজোর একাধিক ঐতিহ্য রয়েছে৷ তবে এই চল নেই ক্রিকেটে। তবে ক্রিকেটে উইকেট পুজোর প্রচলন না থাকলেও, এবার প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির থাকতে পারেন বারপুজোর অনুষ্ঠানে। রীতি মেনে এই বারপুজোর অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আগে কখনও দেখা যায়নি। এবার এরিয়ান ক্লাবের সভাপতি পদে তিনি। বারপুজোর অনুষ্ঠানে আসারও কথা তাঁর। তবে এবার জাঁকজমকের অপেক্ষায় রয়েছে মোহনবাগান ক্লাব। দ্বিমুকুট জয়ে উত্সবের ঘনঘটা ক্লাবে। সেজে উঠেছে ক্লাব। ট্রফি দেখতে রেকর্ড ভিড়ের সম্ভাবনাও আছে। সোমবার থেকেই ভিয়েন বসেছে বাগানে।তৈরি হচ্ছে গোলাপজামুন থেকে বোঁদে। জোড়া ট্রফি জয়ে পয়লা বৈশাখে পতাকা উত্তোলন হলেও কোনও সংবর্ধনা অনুষ্ঠান অবশ্য হচ্ছে না ফুটবলারদের। কারণ, বেশিরভাগ বর্তমান ফুটবলারই সুপার কাপের আগে কয়েকদিনের জন্য ছুটিতে চলে গেছেন বাড়ি। তাই জোড়া ট্রফি থাকলেও বিশেষ কিছু হচ্ছে না। তবে বারপুজোর পাশাপাশি হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। দেবাশিস দত্ত বলেন, ‘মোহন বাগান লনে ফুটবলের ট্রফি সহ হকির ট্রফিও সাজানো থাকবে’। ছয় ও সাতের দশকে চৈত্র মাসের আগে শেষ হত দলবদল ৷ মরশুমের চরিত্রটা আজকের মতো ছিল না৷ সেই সময় ক্লাবে নতুন মরশুমের অনুশীলন শুরু হত বাংলা বছরের প্রথম দিনে। সেদিন নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হত৷ বার ছুঁয়ে মন্ত্র উচ্চারণ করে সংকল্প নিতেন নতুন মরশুমে দলের অধিনায়ক৷ এখন সেই প্রথা অবশ্য উঠতেই বসেছে। কারণ মরশুম শেষ হয়নি। বাকি সুপার কাপ। তবে প্রথা মেনে ইস্টবেঙ্গলে নতুন অধিনায়ক ঘোষণা করা হল নাওরেম মহেশকে।এই মরসুমে মহিলা দল আই লিগ জিতলেও, মশাল জ্বালাতে পারেনি পুরুষ দল। আইএসএলে চূড়ান্ত ব্যর্থ। শেষ আশা গতবারের চ্যাম্পিয়ন হওয়া সুপার কাপ। তারজন্য প্রস্তুতিও চলছে। শোনা যাচ্ছে, পয়লা বৈশাখে ক্লাবের মাঠেই অনুশীলন শুরু করবে অস্কার ব্রুজোর দল। বারপুজোও সারবেন অস্কার ব্রুজো। লাল হলুদ সমর্থকদের দল নিয়ে হতাশা থাকলেও, নতুন বছর নতুন আশায় ঠিকই তারা মাঠে আসবেন বলে আশা লাল হলুদ কর্তাদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *