নামমাত্র আবরণ! শরীরী হিল্লোলে রাতারাতি ‘বিতর্কিত’! কাজলের বোন তানিশা কি ‘দ্বিতীয় উরফি’?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শরীর জড়ানো কালো ফিনফিনে পোশাকে। নামমাত্র আবরণের উপরেই বসানো সাদা রঙের গোলাপ ফুল। যার ফাঁক দিয়ে উন্মুক্ত দেহের সিংহভাগই। কাজলের বোন তথা অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়কে নতুন বেশে দেখেই কটাক্ষের ঝড় সমাজমাধ্যমে। কেউ কেউ তো আবার দাগালেন, ‘সস্তার উরফি জাভেদ’ বলেও।
মায়ানগরীর বিলাসবহুল পার্টি মানেই তারকাদের জলসা। ভিন্ন ধরনের সাজপোশাকে তাক লাগান অভিনেতা-অভিনেত্রীরা। তবে তানিশার এ দিনে সাজ দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। রবিবার রাতে মুম্বইয়ের এক বিশেষ পার্টিতে ধরা দিতেই রাতারাতি বিতর্কের কেন্দ্রে কাজলের বোন। পোশাকের জন্যই কটাক্ষের শিকার হলেন তানিশা।
ভিডিয়ো ভাইরাল হতেই কেউ কেউ লিখেছেন, ‘এটাকে ফ্যাশন বলে না, এটি নগ্নতার বহিঃপ্রকাশ।’ আবার কারও কারও মতে, ‘ভারতীয় সংস্কৃতিকে মর্যাদা দেয় না এই ধরনের পোশাক।’ বলাবাহুল্য, ছকভাঙা সাজপোশাকের প্রসঙ্গ আসলেই সেখানে উঠে আসে অভিনেত্রী উরফি জাভেদের নাম। প্রতিবারই নিজের অভিনব পোশাকের ধরন এবং কৌশলের জেরে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। তানিশার এমন পোশাক দেখে অনেকে তাঁর তুলনা টেনেছেন উরফির সঙ্গেও। কেউ কেউ লিখেছেন, ‘উরফি জাভেদের প্রতিযোগী চলে এসেছে মনে নয়!’, ‘সবাই উরফি জাভেদকেই নকল করতে ব্যস্ত?’